স্ত্রীকে খুন করে নিথর দেহের সঙ্গে সেলফি! হোয়াটসঅ্যাপ স্টেটাসে পোস্ট করে স্বামী লিখল 'ঠকিয়েছে'! আতঙ্ক তামিলনাড়ুতে
- Published by:Tias Banerjee
Last Updated:
Husband Wife selfie: তামিলনাড়ুর তিরুনেলভেলিতে বালামুরুগন স্ত্রী শ্রীপ্রিয়াকে কোয়ম্বতূরের হোস্টেলে খুন করে দেহের পাশে সেলফি তোলে ও WhatsApp স্ট্যাটাসে ‘প্রতারণা’ লিখে পোস্ট করে।
স্ত্রীকে খুন করে নিথর দেহের সঙ্গে সেলফি! ‘প্রতারণা’র অভিযোগ WhatsApp স্ট্যাটাসে পোস্ট করল স্বামী। ঘটনায় হইচই পড়েছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে। সূত্রের খবর, কোয়ম্বাটুরের একটি মহিলা হোস্টেলের ভিতরে স্ত্রীকে খুন করেছে স্বামী বালামুরুগন। খুন করার পরে স্ত্রীর দেহের পাশে দাঁড়িয়ে সেলফি তোলে সে, আর সেই ছবিই আপলোড করে WhatsApp স্ট্যাটাসে লেখে— ‘আমাকে ঠকিয়েছে’।
হোস্টেলে থাকতেন শ্রীপ্রিয়া। শহরের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। স্বামীর সঙ্গে আলাদা থাকছিলেন বেশ কিছুদিন। রবিবার দুপুরে বালামুরুগন স্ত্রীকে দেখতে হোস্টেলে আসে। প্রথমে কথাবার্তা হলেও পরে তা তর্কে পরিণত হয়। এর মধ্যেই লুকিয়ে আনা দা বার করে শ্রীপ্রিয়ার উপর হামলা চালায় সে। ধারালো অস্ত্রের লাগাতার আঘাতে গুরুতর জখম হন শ্রীপ্রিয়া। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হোস্টেলে; নিরাপত্তার জন্য বহু বাসিন্দা বাইরে বেরিয়ে আসেন।
advertisement
advertisement

advertisement
তরুণীর একসময়ে মৃত্যু হয়। তার পর বালামুরুগন সেখানেই দাঁড়িয়ে স্ত্রীর দেহের সঙ্গে সেলফি তোলে এবং সেটি নিজের WhatsApp স্ট্যাটাসে দেয়। পালানোর চেষ্টাও করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনো পর্যন্ত সে ওখানেই ছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত দাটি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এই সন্দেহেই বালামুরুগন খুন করেছে তাকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tamil Nadu
First Published :
December 01, 2025 2:11 PM IST

