#চেন্নাই: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মনোনীত করলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সুন্দরাজন৷ তামিলনাড়ুর ওই বিজেপি-র নেতার যুক্তি, বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য যোজনা আয়ুষ্মান ভারত চালু করার জন্যই প্রধানমন্ত্রীকে নোবেল দেওয়া উচিত৷
আরও পড়ুন: 'আয়ুষ্মান ভারতে' ক্যাবিনেটের অনুমোদন, ৫০ কোটি মানুষ পাবেন স্বাস্থ্য বীমা
সুন্দরাজন প্রধানমন্ত্রী মোদিকে নোবেল পাওয়ানোর জন্য সব দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন৷ তাঁর কথায়, 'কয়েক লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা৷ নোবেল পাওয়া উচিত প্রধানমন্ত্রীর৷'
আরও ভিডিও: আয়ুষ্মান ভারত কী?
আয়ুষ্মান ভারত স্কিমের সর্বোচ্চ ব্যবহারের জন্যও বিভিন্ন চিকিত্সা প্রতিষ্ঠানকে আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি৷ গত ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী৷ যাকে অনেকে মোদি কেয়ার নামও দিয়েছেন৷
আরও ভিডিও: মোদির সভায় কী ভাবে ভাঙল মঞ্চ, তদন্ত করবে বিজেপিনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayushman Bharat, Nobel Peace Prize, PM Narendra Modi, Tamil Nadu, আয়ুষ্মান ভারত, নোবেল শান্তি পুরস্কার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি