Taj Mahal: সবুজ হয়ে যাচ্ছে ধবধবে সাদা তাজমহল! ‘মলই’ ডেকে আনছে বিপত্তি? চমকে দেওয়া তথ্য দিলেন বিশেষজ্ঞেরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
তাজমহলের সুন্দর সাদা নকশা, হঠাত্ সবুজ হচ্ছে কেন?
আগ্রা: পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল আগ্রার তাজমহল। ধবধবে সাদা মার্বেল পাথরের গায়ে সুন্দর নকশা। চাঁদনি রাত হোক কিংবা উজ্জ্বল রোদ, তাজমহলের রূপ চোখ ঝলসানো। কিন্তু সেই তাজমহলের সুন্দর সাদা নকশা, হঠাত্ সবুজ হচ্ছে কেন?
ভারতের গর্ব এই ইমারতের এমন দশার আসল কারণ জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পতঙ্গদের মল থেকেই হয়েছে এই সবুজ দাগ। এই দাগ অবশ্য নতুন নয়। ২০১৫ সালে প্রথম পতঙ্গদের মল থেকে প্রথম এই দাগের হদিশ পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের এই ভাবাচ্ছে অন্য এক কারণ।
মে জুন মাসে এই দাগ দেখা গেলেও তাজ মহলের সাফ সাফাইয়ের পর সচরাচর আর দেখা যায় না। তবে এবার অক্টোবরসাফাইয়ে পরও ফের দেখা দিয়েছে সাদা দেওয়ালে সবুজ ছোপ। এমনকী, সবুজ এই দাগ দূর করবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবার পরে নভেম্বরেও ফের আবির্ভূত সবুজ দাগ।
advertisement
advertisement
এএসআইয়ের আগ্রা বিভাগের সুপারিটেন্ডিং আর্কিওলজিস্ট রাজ কুমার জানান,‘‘তাজ মহলের সবুজ দাগ নতুন কিছু নয়। তবে এই বছর অক্টোবরে দাগ দূর করার সমস্তরকমের প্রক্রিয়াকরণ করার পরও নভেম্বরে ফের দেখা দিয়েছে সবুজ দাগ। এটা সত্যিই চিন্তার বিষয়।’’
advertisement
তাজমহলের যে দেওয়ালগুলি যমুনা নদীর দিকে রয়েছে, মূলত সেই দেওয়াল গুলিতেই বেশি করে রয়েছে এই সবুজ দাগ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাজ মহলের সৌন্দর্য পুনরুদ্ধারের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 7:59 PM IST