ফতেপুর সিক্রিতে সুইস যুগলকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ৫
Last Updated:
ফতেপুর সিক্রিতে সুইস যুগলের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।
#আগ্রা: ফতেপুর সিক্রিতে সুইস যুগলের ওপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। উত্তরপ্রদেশ সরকারের রিপোর্ট তলব করে বিদেশ মন্ত্রক।
ঘরে বাইরে চাপে তৎপর হয় যোগী প্রশাসন। অবশেষে ৫ অভিযুক্তকেই গ্রেফতার করা হল। ধৃতদের মধ্য ৩ জন নাবালক। মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
সুইৎজারল্যান্ডের লুসান থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখ ভারতে আসেন কোয়েনটিন ও মেরি দ্রজ। আগ্রা থেকে ফতেপুর সিক্রি যাওয়ার সময় একদল দুষ্কৃতী তাদের অনুসরণ করে। চলতে থাকে কটূক্তি। প্রতিবাদ করলেই বেধড়ক মারধর করা হয় তাদের। গুরতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁরা। কোয়েনটিনের ঘাড়ে ও মেরির হাতে আঘাত লাগে। তবে তাঁরা দ্রুত সুস্থ হচ্ছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2017 10:07 AM IST