হোম /খবর /দেশ /
১০ বছরের প্রেম ফেসবুকে, ভারতে এসে প্রেমিককে বিয়ে করলেন সুইডেনের তরুণী

Facebook Affair: ১০ বছরের প্রেম ফেসবুকে, ভারতে এসে প্রেমিককে বিয়ে করলেন সুইডেনের তরুণী

সনাতনী রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে ক্রিস্টেন সেজেছিলেন সাবেক ভারতীয় বধূর সাজে

সনাতনী রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে ক্রিস্টেন সেজেছিলেন সাবেক ভারতীয় বধূর সাজে

Facebook Affair: সনাতনী রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে ক্রিস্টেন সেজেছিলেন সাবেক ভারতীয় বধূর সাজে

  • Share this:

ভালবাসা কোনওরকম সীমারেখা মানে না৷ সুইডেন থেকে প্রেমিকের টানে ভারতে পাড়ি দিলেন এক বিদেশিনী৷ দুজনের আলাপ ফেসবুকে৷ সুইডেনের ক্রিস্টেন লিয়েবার্টের সঙ্গে উত্তরপ্রদেশর পবনকুমারের মন দেওয়া নেওয়া শুরু ফেসবুকেই৷

তাঁরা ঠিক করেন বিয়ে করলে একে অপরকেই করবেন৷ সেইমতো উত্তরপ্রদেশের এটাহ শহরে চার হাত এক হল৷ সনাতনী রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে ক্রিস্টেন সেজেছিলেন সাবেক ভারতীয় বধূর সাজে৷

পবনকুমারের সঙ্গে ক্রিস্টেনের আলাপ ২০১২ সালে, ফেসবুকে৷ যোগাযোগ বজায় ছিল ভিডিও কল আর ফোনের কলে৷ বছরের পর বছর ধরে তাঁদের বন্ধুত্ব রূপান্তরিত হয় প্রেমে৷

আরও পড়ুন  :  কর্পোরেট চাকরি ছেড়ে দম্পতি আজ পুরোপুরি কৃষক, তাঁদের চাষ করা কয়েকশো টন সব্জি পাড়ি দিচ্ছে বিদেশে

ভারতে এসে প্রেমিকের সঙ্গে তাজমহলও দেখেন সুইডিশ তরুণী৷ প্রেমের স্মারক তাজমহলের সামনেই তাঁরা বিয়ের অঙ্গীকার নেন৷ ক্রিস্টেন জানান, ‘‘আমি আগেও ভারতে এসেছি৷ এই দেশকে আমি ভালবাসি৷ বিয়ের পর আমি খুব খুশি৷’’

 

জানা গিয়েছে, দেহরাদুন থেকে বিটেক করা পবন পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ তাঁর পরিবার থেকেও বিদেশিনীকে বধূ হিসেবে মেনে নিয়েছে৷ সন্তানের আনন্দেই তাঁদের আনন্দ৷ জানিয়েছেন পবনের বাবা গীতম সিং৷ অবশ্য ফেসবুকে প্রেম এই প্রথম নয়৷ এর আগে উত্তরপ্রদেশের ফারুখাবাদের জরির কারিগর মহম্মদ জামাল পাকিস্তানে গিয়েছিলেন প্রেমিকার টানে৷ গত বছর জুন মাসে তাঁরা বিয়ে করেন লাহৌরের এরামে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Affair, Facebook, Love, Sweden