ভালবাসা কোনওরকম সীমারেখা মানে না৷ সুইডেন থেকে প্রেমিকের টানে ভারতে পাড়ি দিলেন এক বিদেশিনী৷ দুজনের আলাপ ফেসবুকে৷ সুইডেনের ক্রিস্টেন লিয়েবার্টের সঙ্গে উত্তরপ্রদেশর পবনকুমারের মন দেওয়া নেওয়া শুরু ফেসবুকেই৷
তাঁরা ঠিক করেন বিয়ে করলে একে অপরকেই করবেন৷ সেইমতো উত্তরপ্রদেশের এটাহ শহরে চার হাত এক হল৷ সনাতনী রীতি রেওয়াজ মেনে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের অনুষ্ঠানে ক্রিস্টেন সেজেছিলেন সাবেক ভারতীয় বধূর সাজে৷
পবনকুমারের সঙ্গে ক্রিস্টেনের আলাপ ২০১২ সালে, ফেসবুকে৷ যোগাযোগ বজায় ছিল ভিডিও কল আর ফোনের কলে৷ বছরের পর বছর ধরে তাঁদের বন্ধুত্ব রূপান্তরিত হয় প্রেমে৷
আরও পড়ুন : কর্পোরেট চাকরি ছেড়ে দম্পতি আজ পুরোপুরি কৃষক, তাঁদের চাষ করা কয়েকশো টন সব্জি পাড়ি দিচ্ছে বিদেশে
ভারতে এসে প্রেমিকের সঙ্গে তাজমহলও দেখেন সুইডিশ তরুণী৷ প্রেমের স্মারক তাজমহলের সামনেই তাঁরা বিয়ের অঙ্গীকার নেন৷ ক্রিস্টেন জানান, ‘‘আমি আগেও ভারতে এসেছি৷ এই দেশকে আমি ভালবাসি৷ বিয়ের পর আমি খুব খুশি৷’’
জানা গিয়েছে, দেহরাদুন থেকে বিটেক করা পবন পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ তাঁর পরিবার থেকেও বিদেশিনীকে বধূ হিসেবে মেনে নিয়েছে৷ সন্তানের আনন্দেই তাঁদের আনন্দ৷ জানিয়েছেন পবনের বাবা গীতম সিং৷ অবশ্য ফেসবুকে প্রেম এই প্রথম নয়৷ এর আগে উত্তরপ্রদেশের ফারুখাবাদের জরির কারিগর মহম্মদ জামাল পাকিস্তানে গিয়েছিলেন প্রেমিকার টানে৷ গত বছর জুন মাসে তাঁরা বিয়ে করেন লাহৌরের এরামে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।