Suresh Raina: ভয়ঙ্কর ঘটনা সুরেশ রায়নার জীবনে! ভয়াবহ ঘটনায় প্রাণ গেল প্রিয়জনের! শুনে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Suresh Raina: ধরমশালার গাগল বিমানবন্দরের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন রায়নার মামাতো ভাই সৌরভ কুমার।
ধরমশালা: ঠিক যেন চার বছর আগের দুঃসময় ধেয়ে এল প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার জীবনে। বছর চারেক আগে আইপিএলের সময়েই ঘোর দুঃসংবাদ পেয়েছিলেন সুরেশ রায়না। পাঠানকোটে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন রায়নার পিসেমশাই। ফলে সেই বছর আর আইপিএল খেলেননি রায়না। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে আমিরশাহি পৌঁছে গিয়েছিলেন রায়না। দুঃসংবাদ পাওয়া মাত্রই তিনি আমিরশাহি ছেড়ে দেশে ফিরে আসেন। আর এবার ধরমশালার গাগল বিমানবন্দরের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন রায়নার মামাতো ভাই সৌরভ কুমার।
তবে, শুধু একা সৌরভই নন, বরং তাঁর সঙ্গে স্কুটারে থাকা আরও এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে অন্য একটি গাড়ির ধাক্কায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অন্য ব্যক্তি ছিলেন সৌরভ কুমারের বন্ধু শুভম।
বুধবার রায়নার ভাই সৌরভ কুমার এবং তাঁর বন্ধু শুভম স্কুটি করে গাগল বিমানবন্দরের কাছে একটি জায়গায় যাচ্ছিলেন। হিমাচলপ্রদেশের কাঙরা জেলায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। তাঁদের স্কুটিতে একটি গাড়ি ধাক্কা মারে। সেই ধাক্কায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সৌরভ এবং শুভমের। আরও দু’জন আহত হয়েছেন সেই ঘটনায়। সৌরভদের উদ্ধার করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।
advertisement
advertisement
সৌরভদের স্কুটারে ধাক্কা দেওয়া গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ (বেপরোয়াভাবে গাড়ি চালানো), ৩০৪-এ (অসাবধানতায় মৃত্যু) ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী ১৮৭ নম্বর ধারায় কেস দায়ের হয়েছে শের সিংয়ের বিরুদ্ধে।
advertisement
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ অগস্ট রাতে পরিবারের সকলে যখন ঘুমিয়েছিলেন, তখন সশস্ত্র ডাকাতদল হামলা চালায় রায়নার পিসেমশাই অশোক কুমারের বাড়িতে। সেখানেই মৃত্যু হয় তাঁর। নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। গুরুতর আহত হন রায়নার পিসি আশা দেবীও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 1:54 PM IST