Supreme Court || Shiv Sena: সুপ্রিম রায়ে স্বস্তি শিন্ডে শিবিরে! একনাথ-বিজেপিকে কটাক্ষ উদ্ধবের

Last Updated:

Supreme Court || Shiv Sena: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মহারাষ্ট্র বহুমাস ধরে চলা রাজনৈতিক সঙ্কটের মামলায় আজ রায়দান করেছে

সুপ্রিম রায়ে স্বস্তি শিন্ডে শিবিরে
সুপ্রিম রায়ে স্বস্তি শিন্ডে শিবিরে
মুম্বই: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি কৃষ্ণ মুরারি, এমআর শাহ, হিমা কোহলি এবং পিএস নরসিমহানের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ মহারাষ্ট্র বহুমাস ধরে চলা রাজনৈতিক সঙ্কটের মামলায় আজ রায়দান করেছে। প্রধান বিচারপতি সিজেআই ডিওয়াই চন্দ্রচূদ সংবিধান বেঞ্চের দ্বারা গৃহীত সর্বসম্মত রায় পড়ার সময় বলেন, “একনাথ শিন্ডে সরকার মহারাষ্ট্রে অব্যাহত থাকবে, কারণ উদ্ধব ঠাকরে ফ্লোর টেস্টের মুখোমুখি না হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট তাঁর পদত্যাগ বাতিল করতে পারে না, পুরনো সরকারকে ফিরিয়েও আনতে পারবে না।”
অন্যদিকে, শীর্ষ আদালত মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপালের ফ্লোর টেস্ট ডাকার সিদ্ধান্ত এবং শিন্ডে গোষ্ঠীর বিধায়ক ভরশেত গোগাভালেকে শিবসেনা দলের প্রধান হুইপ হিসাবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্তকেও ভুল বলে অভিহিত করেছে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মহারাষ্ট্রের ডেপুটি সিএম এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস বলেন, এটি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জয়। সুপ্রিম কোর্টের রায়ে আমরা সন্তুষ্ট। আজ মহা বিকাশ আঘাদির (এমভিএ) ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকার যে সম্পূর্ণ বৈধ, তা নিয়ে এখন কারও সন্দেহ নেই।
advertisement
advertisement
দেবেন্দ্র ফড়নবিস বলেন, “নৈতিকতার কথা উদ্ধব ঠাকরেকে শোভা পায় না। আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই যে ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জনগণ বিজেপি-শিবসেনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তিনি যখন এনসিপি এবং কংগ্রেসের পক্ষে ছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার জনগণের আদেশকে অসম্মান করেছিলেন। তখন তিনি কি তাঁর নৈতিকতা ভুলে গিয়েছিলেন? তিনি নৈতিকতার কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি।”
advertisement
অন্যদিকে পাল্টা কটাক্ষ করে আদিত্য ঠাকরে বলেন, “রাজ্যপালের ভূমিকা এবং সহায়তা স্পষ্ট। তিনি গভর্নর হিসেবে নয়, দলীয় লোক হিসেবে কাজ করেছেন। যদি নৈতিকতা ও লজ্জা অবশিষ্ট থাকে, তাহলে অসাংবিধানিক মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।” বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, “আমার লড়াই জনগণ, রাজ্য এবং দেশের জন্য, নিজের জন্য নয়। আমি নিজের জন্য লড়াই করছি না। আমি জনগণ, রাষ্ট্র এবং দেশের জন্য লড়াই করছি,”
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court || Shiv Sena: সুপ্রিম রায়ে স্বস্তি শিন্ডে শিবিরে! একনাথ-বিজেপিকে কটাক্ষ উদ্ধবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement