SC/ST Sub Quota: ‘সংরক্ষণ শুধুমাত্র প্রথম প্রজন্মের ক্ষেত্রেই থাকা উচিত,’ SC/ST-র সাব-কোটায় সম্মতি সুপ্রিম কোর্টের

Last Updated:

বৃহস্পতিবার একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে,  SC/ST-দের মধ্যে বিশেষ স্তরীকরণ করা যেতে পারে৷ রাজ্যগুলি শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ ইস্যুতে এই বিষয়ক নীতি প্রণয়ন করতে পারে৷

নয়াদিল্লি: সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিক্ষেত্রে তফশিলি জাতি-উপজাতিদের মধ্যে সাব ক্লাসিফিকেশন করা যাবে৷ ভারতীয় সংবিধান এমন পদক্ষেপের বিরোধিতা করে না৷ সংশ্লিষ্ট রাজ্য নিজ নিজ রাজ্যের পরিস্থিতি অনুযায়ী এই ক্লাসিফিকেশন করতে পারবে৷ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে এই কথা জানাল সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির বেঞ্চ৷
তবে পাশাপাশি, বিচারপতি পঙ্কজ মিথল এ-ও বলেছেন, ‘‘সংরক্ষণ শুধুমাত্র প্রথম প্রজন্মের জন্যই দেওয়া উচিত৷ তারপর দেখা উচিত, দ্বিতীয় প্রজন্ম সাধারণ ক্যাটেগরির মানুষের সমান সমান হতে পেরেছে কি না৷’’
এদিন আদালতের এই রায়দান বলছে, প্রয়োজনে সংরক্ষিত জাতি-উপজাতিদের মধ্যেও ‘আরও পিছিয়ে পড়া’ বর্গের বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা উচিত৷ বিচারপতি গাভি বলেন, ‘‘SC/ST-দের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্তদের স্তরকে চিহ্নিত করা উচিত৷ তা করতে রাজ্যগুলির উচিত বিশেষ নীতি প্রণয়ন করা৷ তবেই প্রকৃত সামঞ্জস্য আনা সম্ভব হবে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প! ‘ও ভারতীয় না কৃষ্ণাঙ্গ?,’ কমলা হ্যারিসকে নিয়ে এ কী কটাক্ষ
বৃহস্পতিবার একটি ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে,  SC/ST-দের মধ্যে বিশেষ স্তরীকরণ করা যেতে পারে৷ রাজ্যগুলি শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ ইস্যুতে এই বিষয়ক নীতি প্রণয়ন করতে পারে৷
যদিও এ বিষয়ে বেঞ্চের ৭ বিচারপতিই ঐকমত্য হননি৷ ৬ জন সাব ক্যাটেগরি করার পক্ষে রায় দিলেও, বিচারপতি বেলা ত্রিবেদি এর বিপক্ষে রায় দেন৷
advertisement
রায় জানানোর সময় বিচারপতি গাভি জানিয়েছেন, পর্যাপ্ত পরিসংখ্যান ও যুক্তি পরিবেশন করে তবেই SC/ST-দের সাব ক্লাসিফিকেশন করতে পারবে সংশ্লিষ্ট রাজ্য৷ তিনি বলেন, ‘‘(রাজ্যগুলি) নিজের ইচ্ছেমতো কাজ মোটেই করতে পারবে না৷’’
আরও পড়ুন: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
২০০৫ সালে শীর্ষ আদালত এক রায়ে বলেছিল, ‘‘তফসিলি জাতি-জনজাতির মধ্যে শ্রেণি বিভাজনের এক্তিয়ার কোনও রাজ্যের সরকারের নেই।’’ বৃহস্পতিবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ সেই রায় খারিজ করে দিয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই মামলায় কেন্দ্রীয় সরকারের তরফেও এসসি-এসটিদের মধ্যে তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া অংশকে আলাদা ভাবে চিহ্নিত করে বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
SC/ST Sub Quota: ‘সংরক্ষণ শুধুমাত্র প্রথম প্রজন্মের ক্ষেত্রেই থাকা উচিত,’ SC/ST-র সাব-কোটায় সম্মতি সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement