Wayanad Landslide: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা

Last Updated:

বৃহস্পতিবার ধস অধ্যুষিত জেলাগুলি পরিদর্শন করার কথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নেরও৷ তাঁর সঙ্গে থাকবেন সে রাজ্যের মুখ্যসচিব ভি বেণু এবং ডিজিপি শইক দারবেশ সাহিব৷ কেরলের কোঝিকোডে থেকে ওয়ানাড পৌঁছবেন তিনি৷

ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷
ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷
গত বুধবারই ওয়ানাড যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷ তবে ধস অধ্যুষিত পাহাড়ি এলাকার আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার সেখানে যাওয়া সম্ভব হয়নি৷ সূত্রের খবর, বৃহস্পতিবার ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা৷ তাঁদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও৷
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়ানাড থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধি৷ ২০২৪ এর লোকসভা নির্বাচনেও তিনি ওয়ানাড থেকে জয়ী হন৷ তবে এবার রায়বরেলি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি৷ পরে রায়বরেলি আসনটিই ধরে রাখার কথা জানান রাহুল৷ ওয়ানাডের উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার৷
বৃহস্পতিবার ধস অধ্যুষিত জেলাগুলি পরিদর্শন করার কথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নেরও৷ তাঁর সঙ্গে থাকবেন সে রাজ্যের মুখ্যসচিব ভি বেণু এবং ডিজিপি শইক দারবেশ সাহিব৷ কেরলের কোঝিকোডে থেকে ওয়ানাড পৌঁছবেন তিনি৷
advertisement
advertisement
গত মঙ্গলবারের প্রবল বৃষ্টির পরে কেরলের ওয়ানাড জেলার একাধিক অঞ্চলে দফায় দফায় নামে ভূমিধস৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় ৪টি গ্রাম৷ বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পানারাই বিজয়ন৷ ১৯১ জন এখনও নিখোঁজ৷
advertisement
কংগ্রেসের তিরুবনন্তপুরম সাংসদ শশী তারুর ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদদের জরুরি সহায়তার সুবিধার্থে এমপিএলএডিএস নির্দেশিকাগুলির অধীনে ওয়ানাড ভূমিধসকে ‘গুরুতর প্রকৃতির বিপর্যয়’ হিসাবে ঘোষণা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Wayanad Landslide: ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, এখনও আটকে বহু, আজ পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement