পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, বিশেষ কমিটি জানাল সুপ্রিম কোর্টে

Last Updated:

গত বছর ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয়ের ফোনে নজরদারি করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উঠেছিল পেগাসাস মামলা। আর সেখানেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হল, পেগাসাস তদন্তে সুপ্রিম কোর্টে বিশেষ নজরদারি কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, তদন্তে বিশেষ সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার। সু্প্রিম কোর্টের এই মন্তব্য রাজনৈতিক ভাবে নতুন তরঙ্গ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আদালত জানিয়েছে, যে ২৯টি ফোন পাওয়া গিয়েছে, তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়ারের সন্ধান মিলেছে, তবে সেগুলি পেগাসাসের সঙ্গে যুক্ত কি না, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। ভারতীর সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।
বৃস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন কমিটি একগুচ্ছ সুপারিশ করেছে আদালতে। পাঁচটি ফোনে ম্যালওয়ারের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না, এই তথ্য দিয়েছেন তাঁরা। পাশাপাশি মামলাকারীরা দাবি করেছেন, অবিলম্বে এই কমিটির রিপোর্ট যেন প্রকাশ্যে আনা হয়। চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে সুবীরেশের ফ্ল্যাট সিল করল সিবিআই, বড় কোনও প্রমাণ এল হাতে?
গত বছর ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়, পেগাসাসের মাধ্যমে বেশ কয়েকজন ভারতীয়ের ফোনে নজরদারি করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট এই অভিযোগের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়। সেই দল আসলে খতিয়ে দেখবে ভারতের বর্তমান বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারির অভিযোগ সত্যি কি না।
advertisement
এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষজ্ঞ কমিটি একটি পাবলিক নোটিশ জারি করে জানায়, দেশের যে সমস্ত নাগরিক মনে করছেন তাঁদের ফোনে অজ্ঞাতসারে কেউ নজরদারি চালাচ্ছে, তাঁরা সরাসরি এই বিশেষজ্ঞ কমিটিকে জানাতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেগাসাস তদন্তে সাহায্য করেনি কেন্দ্র, বিশেষ কমিটি জানাল সুপ্রিম কোর্টে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement