Maharashtra Crisis Update: এখনই বিধায়ক পদ খারিজ নয়, সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিদ্রোহী শিন্ডে শিবির

Last Updated:

মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ওই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে জবাব দেওয়ার জন্য আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন৷

শীর্ষ আদালতে স্বস্তি পেল একনাথ শিন্ডে শিবির৷
শীর্ষ আদালতে স্বস্তি পেল একনাথ শিন্ডে শিবির৷
#দিল্লি: শীর্ষ আদালতে আপাতত স্বস্তি পেলেন একনাথ শিন্ডে সহ শিবসেনার ১৬ জন বিদ্রোহী বিধায়ক৷ আগামী ১১ জুলাই পর্যন্ত ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করা যাবে না বলে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷ একই সঙ্গে ওই বিধায়কদেরও ১১ তারিখের মধ্যে ডেপুটি স্পিকারের দেওয়া নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ওই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে জবাব দেওয়ার জন্য আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন৷
ডেপুটি স্পিকারের এই নোটিসকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন একনাথ শিন্ডে৷ এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, মুখ্য সচেতক সুনীল প্রভু, শিবসেনার পরিষেদীয় দলনেতা অনিল চৌধুরী এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী পাঁচ দিনের মধ্যে তাঁদের আদালতে হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ১১ জুলাই৷
advertisement
advertisement
এ দিন বিদ্রোহী একনাথ শিন্ডের শিবিরের আইনজীবীকে সু্প্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, কেন বম্বে হাইকোর্টে প্রথমে মামলা না করে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করলেন বিদ্রোহী বিধায়করা৷ জবাবে একনাথ শিন্ডে শিবিরের আইনজীবী দাবি করেন, এই মুহূর্তে মহারাষ্ট্রে থাকতে নিরাপদ বোধ করছেন না ওই বিধায়করা৷ তাই বম্বে হাইকোর্টে মামলার শুনানি চললে তা তাঁদের পক্ষে অসুবিধাজনক৷ মহারাষ্ট্র সরকারের তরফে অবশ্য আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানান, বিদ্রোহী বিধায়কদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷
advertisement
এ দিন পৃথক একটি আবেদনে একনাথ শিন্ডে তাঁর পক্ষে থাকা বিধায়কদের জীবনের গুরুতর ঝুঁকি রয়েছে বলে দািব করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন৷ পাশাপাশি, তিনি আদালতকে জানিয়েছেন যে শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৩৮ জনই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Crisis Update: এখনই বিধায়ক পদ খারিজ নয়, সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিদ্রোহী শিন্ডে শিবির
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement