Maharashtra Crisis Update: এখনই বিধায়ক পদ খারিজ নয়, সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিদ্রোহী শিন্ডে শিবির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ওই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে জবাব দেওয়ার জন্য আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন৷
#দিল্লি: শীর্ষ আদালতে আপাতত স্বস্তি পেলেন একনাথ শিন্ডে সহ শিবসেনার ১৬ জন বিদ্রোহী বিধায়ক৷ আগামী ১১ জুলাই পর্যন্ত ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করা যাবে না বলে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷ একই সঙ্গে ওই বিধায়কদেরও ১১ তারিখের মধ্যে ডেপুটি স্পিকারের দেওয়া নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার ওই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে জবাব দেওয়ার জন্য আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন৷
ডেপুটি স্পিকারের এই নোটিসকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন একনাথ শিন্ডে৷ এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, মুখ্য সচেতক সুনীল প্রভু, শিবসেনার পরিষেদীয় দলনেতা অনিল চৌধুরী এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট৷ আগামী পাঁচ দিনের মধ্যে তাঁদের আদালতে হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ১১ জুলাই৷
advertisement
advertisement
এ দিন বিদ্রোহী একনাথ শিন্ডের শিবিরের আইনজীবীকে সু্প্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, কেন বম্বে হাইকোর্টে প্রথমে মামলা না করে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করলেন বিদ্রোহী বিধায়করা৷ জবাবে একনাথ শিন্ডে শিবিরের আইনজীবী দাবি করেন, এই মুহূর্তে মহারাষ্ট্রে থাকতে নিরাপদ বোধ করছেন না ওই বিধায়করা৷ তাই বম্বে হাইকোর্টে মামলার শুনানি চললে তা তাঁদের পক্ষে অসুবিধাজনক৷ মহারাষ্ট্র সরকারের তরফে অবশ্য আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানান, বিদ্রোহী বিধায়কদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷
advertisement
এ দিন পৃথক একটি আবেদনে একনাথ শিন্ডে তাঁর পক্ষে থাকা বিধায়কদের জীবনের গুরুতর ঝুঁকি রয়েছে বলে দািব করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন৷ পাশাপাশি, তিনি আদালতকে জানিয়েছেন যে শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৩৮ জনই সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 4:21 PM IST