Rajiv Gandhi: রাজীব গান্ধির হত্যাকাণ্ডে মুক্তি বাকি ছয় সাজাপ্রাপ্তেরও! নির্দেশ সুপ্রিম কোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৯৯১ সালে হত্যা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে৷ নলিনি ছাড়াও শ্রীহরণস সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন নামে মোট ছ' জন এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার ঘটনায় জেলবন্দি ছিলেন৷
#দিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনি শ্রীহরণ সহ বাকি ছ' জনকেও মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
এই ছ' জনকে মুক্তির জন্য রাজ্যপালকে সুপারিশ করেছিল তামিলনাড়ু সরকার৷ এ দিন মুক্তির নির্দেশ দিতে গিয়ে সে বিষয়টিরও উল্লেখ করে শীর্ষ আদালত৷
গত মে মাসে আর এক সাজাপ্রাপ্ত পেরারিভালানকেও মুক্ত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তিনিও প্রায় তিরিশ বছর জেল খেটেছিলেন৷
advertisement
advertisement
জেল থেকে মুক্তি পাওয়ার পর নলিনি বলেন, 'এত বছর ধরে আমি জেলের ভিতরে যন্ত্রণা ভোগ করেছি৷ গত ৩২ ঘণ্টা আমার জীবনে অন্যতম লড়াই ছিল৷ যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ৷ তামিলনাড়ুর মানুষ এবং আইনজীবীদেরও ধন্যবাদ জানাই৷'
advertisement
১৯৯১ সালে হত্যা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে৷ নলিনি ছাড়াও শ্রীহরণস সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন নামে মোট ছ' জন এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার ঘটনায় জেলবন্দি ছিলেন৷
সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বি ভি নাগারথানার ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একজন মহিলা আত্মঘাতী জঙ্গির হামলায় প্রাণ হারান রাজীব গান্ধি৷ তামিল টাইগার্স এলটিটিই গ্রুপ এই হামলার ছক কষেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 2:26 PM IST