Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শীর্ষ আদালত একই সঙ্গে জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র তালিকা প্রকাশের পর আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় পাবেন ভোটাররা৷
এসআইআর-এর শুনানিতে ভোটারদের থেকে কোনও নথি নিলে তার লিখিত প্রাপ্তি স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷ ভোটারদের কী কী নথি জমা নেওয়া হচ্ছে, তার রিসিভড কপি দিতে হবে ভোটারদের৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
এর পাশাপাশি এ দিন সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র আওতায় কোন কোন ভোটারদের নাম রয়েছে, সেই তালিকাও প্রকাশ করতে হবে কমিশনকে৷ ভোটারদের প্রতিনিধি হিসেবে বিএলএ-রা উপস্থিত থাকতে পারবেন বলেও এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷
এ দিন শীর্ষ আদালতে শুনানি চলাকালীন ভোটারদের নথির যাতে প্রাপ্তিস্বীকার করে কমিশন, সেই আর্জি জানান আইনজীবী কপিল সিবাল৷ তিনি বলেন, একটা রিসিভড কপি দেওয়া হোক। অনেক সময় ওরা স্বীকার নাও করতে পারে যে নথি পায়নি৷ এর জবাবে কমিশনের আইনজীবী রাকেশকুমার দ্বিবেদী বলেন, একটি সাংবিধানিক সংস্থার উপরে এতটুকু ভরসাও নেই? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করছে না নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ অবশ্য নির্দেশ দেয়, কমিশন যদি কোনও নথি জমা নেয় তাহলে ভোটারদের তার রিসিভড কপি দিতে হবে৷
শীর্ষ আদালত একই সঙ্গে জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র তালিকা প্রকাশের পর আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় পাবেন ভোটাররা৷ ভোটাররা যে নথি জমা দিচ্ছেন, তাতে কমিশন সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট ভোটারকে ফের নোটিস দিতে হবে৷ নথি জমা করার পরেও ভোটারদের বক্তব্য শুনতে হবে কমিশনকে৷ শুনানির সময় রাজ্য সরকারকেও আইনশৃঙ্খা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 5:20 PM IST








