Biplab Deb | Tmc Tripura: মাটি কামড়ে ত্রিপুরায় তৃণমূল, সুপ্রিম কোর্টেও বড় নির্দেশ! অস্বস্তিতে বিজেপি সরকার

Last Updated:

Biplab Deb | Tmc Tripura: তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে বিপ্লব দেবের সরকারের কাছে সুপ্রিম কোর্টের এই আদেশ একপ্রকার ধাক্কাই বটে।

মাটি কামড়ে তৃণমূল
মাটি কামড়ে তৃণমূল
#‌নয়াদিল্লি:‌ ত্রিপুরায় গিয়ে বার বার বাধার মুখে পড়ছিলেন বাংলার তৃণমূল নেতা-‌কর্মীরা। এমনকী সদ্য এক প্রার্থীর বাড়িতে BJP আশ্রিত দুস্কৃতীরা চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিপ্লব দেব (Biplab Deb) সরকার তৃণমূল নেতা-‌কর্মীদের কোনও সাহায্য করেনি। বরং আরও জোরালো হিংসার মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতা-‌করমীদের। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, ভোটের আগে সবক’টা রাজনৈতিক দল যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে প্রচারকার্য সম্পন্ন করতে পারে তা দেখতে হবে ত্রিপুরা রাজ্য সরকারকেই। বলা বাহুল্য, বিপ্লব দেবের সরকারের কাছে এই আদেশ একপ্রকার ধাক্কাই।
একদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশকে স্বাগত জানিয়েছেন। বিজেপি’‌র উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, আদালতের নির্দেশ অমান্য করা হলে আবার আদালতের দ্বারস্থ হবে তৃণমূল। তাঁর কথায়, ‘ভারতের একটি রাজ্যের আইন-‌শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল, এ তো লজ্জার। তবে, এটা তৃণমূল তথা ত্রিপুরার জয়।’‌
advertisement
advertisement
অন্যদিকে, ত্রিপুরা রাজ্য বিজেপি’‌র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেছেন, ‘‌ত্রিপুরার আইন-‌শৃঙ্খলায় কোনও সমস্যা নেই। আদালতের নির্দেশ নিয়ে যাঁরা উন্মাদনা করছেন, তাঁরা করে যান।’‌
উল্লেখ্য, সুস্মিতা দেব ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার তথ্য, প্রমাণ-‌সহ  সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়ে ছিলেন। এদিনের নির্দেশে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, প্রতিটি দলেরই রাজনৈতিক প্রচারের অধিকার আছে। তারা যাতে শান্তিপূর্ণ ভাবে প্রচার করতে পারে তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলফনামা দিয়ে আদালতের নির্দেশ পালন হচ্ছে কিনা তা জানাবেন। নির্দেশে বলা হয়েছে, আবেদনে করা অভিযোগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে যেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়। কোনও ব্যক্তি বিশেষের নিরাপত্তার ক্ষেত্রে নির্দিষ্ট পুলিশ সুপারকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। সেই নির্বাচনে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ। বিজেপি ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। পাশাপাশি ১৬ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। অভিযোগ, বিজেপি’‌র হুমকির জেরেই এই মনোনয়ন প্রত্যাহার। ৩৩৪ টি আসনের মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ১২৫ টি আসনে। শতাংশের নিরিখে যা ৩৮ শতাংশের কম। তৃণমূলের অভিযোগ বিজেপির বাধার জেরেই প্রার্থী দেওয়া যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Biplab Deb | Tmc Tripura: মাটি কামড়ে ত্রিপুরায় তৃণমূল, সুপ্রিম কোর্টেও বড় নির্দেশ! অস্বস্তিতে বিজেপি সরকার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement