Sitalkuchi Case: কেন্দ্রীয় জওয়ানরা সশরীরে হাজিরা দিক, শীতলকুচি-কাণ্ডে তদন্ত শেষের রিপোর্ট CID-র

Last Updated:

Sitalkuchi Case: নির্বাচনের দিন গুলি চালানোর ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। আর সেই ঘটনাতেই সিআইডি রিপোর্ট পেশ করল এদিন।

রিপোর্ট পেশ সিআইডি-র
রিপোর্ট পেশ সিআইডি-র
#কলকাতা: বিধানসভা নির্বাচনের মাথাভাঙ্গার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনায় তদন্তভার সিআইডি-কে দিয়েছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। আর সেই মামলায় হওয়া শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিল সিআইডি। নির্বাচনের দিন গুলি চালানোর ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। আর সেই ঘটনাতেই সিআইডি রিপোর্ট পেশ করল এদিন। ১২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট চলাকালীন কোচবিহার জেলার শীতলকুচি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান ৪ জন গ্রামবাসী। ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের মতে, সেই ঘটনায় প্রভাব পড়েছিল সেই ঘটনার পরের দফার ভোটগুলির ক্ষেত্রেও।
এই ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবাশীষ ধর। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেই দেবাশীষ ধরকে সাসপেন্ড করে নবান্ন। তাঁর জায়গায় আসেন কে কান্নান। এরপর থেকে দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সিআইডি। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ানকে বারবার তলব করলেও তাঁরা হাজিরা এড়িয়ে যান। সশরীরে হাজিরার বদলে ভার্চুয়ালি তদন্তে মুখোমুখি হওয়ার কথা জানানো হয় তাঁদের তরফে।
advertisement
advertisement
এমনকী, কেন্দ্রের কাছে এ বিষয়ে তলব করা হলেও তা এড়িয়ে গিয়েছে তাঁরা। গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো ঘটনায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রিপোর্ট এদিন সিআইডি-র জমা দেওয়া রিপোর্ট তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, সিআইডির পেশ করা রিপোর্টে লেখা হয়েছে, শীতলকুচি-কাণ্ডের তদন্ত শেষ করা হয়েছে। গুলিকাণ্ডের তদন্ত করতে সিআইএসএফ জওয়ানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তরফে অবশ্য বলা হয়েছে, অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব চলতেই পারে। সিআইএসএফের সেই আবেদন কার্যত খারিজ করেছে সিআইডি। তাঁরা সশরীরে হাজিরার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে আদালতে।
advertisement
শীতলকুচি কাণ্ডে একজোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে আদালত জানিয়েছিল, শীতলকুচির গুলিকাণ্ডে সিআইডি (CID) তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট আকারে হলফনামা দিতে হবে। অন্যদিকে সিআইএসএফ গুলি কীভাবে, কোন পরিস্থিতিতে চালিয়েছিল, তার কার্যকারণ ইত্যাদি বিস্তারিত ব্যাখ্যা করে এই মর্মে কেন্দ্রের কাছ থেকেও একটি হলফনামা নেবে আদালত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sitalkuchi Case: কেন্দ্রীয় জওয়ানরা সশরীরে হাজিরা দিক, শীতলকুচি-কাণ্ডে তদন্ত শেষের রিপোর্ট CID-র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement