Supreme Court on VC Appointment: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জট খানিকটা কাটল, কোন তালিকা মেনে নিয়োগ?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Supreme Court on VC Appointment: কিছুটা জট কাটল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ আট বিশ্ববিদ্যালয়ের জট কাটল।
নয়াদিল্লি: কিছুটা জট কাটল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ আট বিশ্ববিদ্যালয়ের জট কাটল। নিয়োগ করা যাবে সেখানকার উপাচার্য।
সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি ছিল সোমবার। আদালতের নির্দেশে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি উপাচার্যদের নামের তালিকা জমা দিয়েছিল সর্বোচ্চ আদালতে।
আরও পড়ুন: ৬০০-এ ৬০০! ইচ্ছে থাকলে মানুষ সব পারে, প্রমাণ দিলেন ক্যানিংয়ের সায়ন! পুরস্কার দিলেন প্রধানমন্ত্রীও
সেই তালিকার বেশ কিছু নামে আচার্য এবং মুখ্যমন্ত্রীর তরফে আপত্তি রয়েছে। কিন্তু যে সব নামে আপত্তি নেই, সেই তালিকা মেনে নিয়োগ হোক। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জটিলতা কাটল। তালিকা মেনে উপাচার্যদের নিয়োগ করা হবে এই বিশ্ববিদ্যালয়গুলিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন! রইল খুঁটিনাটি
এ মামলার পরবর্তী শুনানি ইন চেম্বার হবে বলে জানালেন বিচারপতিরা।
মৈত্রেয়ী ভট্টাচার্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 3:05 PM IST