Success Story: ৬০০-এ ৬০০! ইচ্ছে থাকলে মানুষ সব পারে, প্রমাণ দিলেন ক্যানিংয়ের সায়ন! পুরস্কার দিলেন প্রধানমন্ত্রীও
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Success Story: ৬০০-র মধ্যে ৬০০ নম্বর পেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে শংসাপত্র পেয়েছেন বাংলার ছেলে সায়ন। কোন পরীক্ষায় এমন সাফল্য জানেন?
ক্যানিং: পানের দোকানদারের ছেলে আইটিআই তে ৬০০-তে ৬০০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন সায়ন নস্কর।
ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের সুব্রত নস্কর ও রিনা নস্করের এক মাত্র সন্তান সায়ন নস্কর আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফর গভর্নমেন্ট-এ এবারে পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
আরও পড়ুন: অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন! রইল খুঁটিনাটি
৬০০-র মধ্যে ৬০০ নম্বর পেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে শংসাপত্র নেন। ক্যানিংয়ে ট্যাংরাখালি আইটিআই কলেজ থেকে এবার এসে পরীক্ষা দেয়। বাবার তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট পানের দোকান, মা রিনা নস্কর একজন আশা কর্মী। তাঁদের একমাত্র সন্তান সায়ন নস্কর ছোটবেলা থেকে মেধাবী।
advertisement
advertisement

আরও পড়ুন: ঘুমের ঘোরে আচমকা শরীর কেঁপে ওঠে? মনে হয় খাট থেকে পড়ে যাবেন? কেন হয় এমন? কীভাবে বাঁচবেন জানুন
পরিবার জানায় ক্যানিং থানার তালদি মোহন চাঁদ স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ক্যানিং বঙ্কিম সরদার কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। এরপরে তিনি আইটিআই নিয়ে ট্যাংরাখালী আইটিআই গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করেন। তবে তাঁর এই কৃতিত্ব তাঁর বা মা ও কলেজের প্রিন্সিপাল-সহ শিক্ষকদের সঙ্গেও ভাগ করেছেন সায়ন।
advertisement
অনুপ বিশ্বাস
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 2:08 PM IST