Supreme Court verdict on Jammu and Kashmir: রাজ্যের স্বীকৃতি ফেরানোর নির্দেশ, জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

এ দিন অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷

জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের৷
জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের৷
নয়াদিল্লি: ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্নু কাশ্মীরের বিধানসভা নির্বাচন করতে হবে৷ এ দিন নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ যার অর্থ, জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ারই পক্ষে শীর্ষ আদালত৷
২০২৩ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷
advertisement
এ দিন অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷ এই সিদ্ধান্তের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এ দিন স্পষ্ট করে বলেছে যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
advertisement
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে যাতে সবরকম পদক্ষেপ করা হয়, আমরা সেই নির্দেশ দিচ্ছি৷ জম্মু কাশ্মীরের রাজ্যের তকমা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে৷’
শুনানি চলাকালীন অবশ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট করানোর প্রস্তুতি চলছে৷ সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষ হলেই ভোট করানো হবে৷ তবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকবে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court verdict on Jammu and Kashmir: রাজ্যের স্বীকৃতি ফেরানোর নির্দেশ, জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement