Article 370 Verdict: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, সুপ্রিম কোর্টে বিরাট জয় মোদি সরকারের

Last Updated:

চার বছর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ একই সঙ্গে বাতিল করা হয় জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫(এ) অনুচ্ছেদটিও৷

জম্মু কাশ্মীর নিয়ে বড় রায়দান করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ ছবি-এএনআই
জম্মু কাশ্মীর নিয়ে বড় রায়দান করল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ ছবি-এএনআই
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ তবে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সাংবিধানিক বেঞ্চ৷ তবে এ দিনের রায় নিয়ে ঐক্যমত হয়েছেন সাংবিধানিক বেঞ্চের পাঁচজন বিচারপতিই৷ ফলে লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতে জম্মু কাশ্মীর নিয়ে বিরাট জয় পেল কেন্দ্রীয় সরকার৷
রায়দান করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, কোনও খারাপ উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি জম্মু কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে না শীর্ষ আদালত৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫ (এ) ধারা বাতিলের সিদ্ধান্তও বহাল থাকল বলে মনে করা হচ্ছে৷
একই সঙ্গে সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
advertisement
advertisement
প্রধান বিচারপতি রায়দান করতে গিয়ে আরও মন্তব্য করেন,  ৩৭০ অনুচ্ছেদটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কার্যকর করা হয়েছিল৷ ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেই তা করা হয়৷ জম্মু কাশ্মীরের যে পৃথক সংবিধান ছিল, তার প্রস্তাবগুলি মানার কোনও বাধ্যবাধকতা ভারতের রাষ্ট্রপতির ছিল না বলেও মত দিয়েছে সাংবিধানিক বেঞ্চ৷
advertisement
চার বছর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ একই সঙ্গে বাতিল করা হয় জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫(এ) অনুচ্ছেদটিও৷ ২০১৯ সালের অগাস্ট মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই সময় রাজ্যের মর্যাদা ছিল জম্মু-কাশ্মীরের৷ ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর এবাং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷
advertisement
শীর্ষ আদালতে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, আইনের মধ্যে থেকেই জম্মু কাশ্মীরের বিশেষ তকমা বাতিল করা হয়েছিল৷ এই সিদ্ধান্তের ফলে জম্মু কাশ্মীরের উন্নয়নে গতি এসেছে বলেও দাবি করে কেন্দ্রীয় সরকার৷ এই বিশেষ তকমার জন্য শিক্ষার অধিকার সহ প্রাথমিক সাংবিধানিক অধিকার থেকে কাশ্মীরবাসী বঞ্চিত হচ্ছিল বলেও শীর্ষ আদালতে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার৷
advertisement
মামলাকারীদের অবশ্য যুক্তি ছিল, জম্মু কাশ্মীরের বিধানসভাকে উপেক্ষা করে একতরফা ভাবে এই বিশেষ সাংবিধানিক ক্ষমতা বাতিল করতে পারে না কেন্দ্রীয় সরকার৷
সুপ্রিম কোর্টের রায়দানকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ছিল৷ তাই আগেভাগেই শ্রীনগর সহ সর্বত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Article 370 Verdict: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, সুপ্রিম কোর্টে বিরাট জয় মোদি সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement