Supreme Court: পাজামার দড়ি ধরে টানা, স্তনের উপরে হাত...! নিম্ন আদালতের রায়ে হূলস্থূল, ‘অসংবেদনশীল’ বলল সুপ্রিম কোর্ট

Last Updated:

২০২০ সালের ১০ নভেম্বরের একটি ঘটনার প্রেক্ষিতে গত ১৭ মার্চ একটি রায় দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট৷

সুপ্রিম কোর্ট, বিচারপতি বিআর গাভাই৷ পিটিআই
সুপ্রিম কোর্ট, বিচারপতি বিআর গাভাই৷ পিটিআই
নয়াদিল্লি: স্তনের উপরে হাত, কিংবা পাজামার দড়ি ধরে টানা ‘ধর্ষণ নয়’৷ ইলাহাবাদ হাইকোর্টের রায়কে এবার ‘অসংবেদনশীল’ জানাল শীর্ষ আদালত৷ এখানেই শেষ নয়, যে বিচারক এই রায় দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার বিধানও দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভইয়ের বেঞ্চ৷
ইলাহাবাদ হাইকোর্টের এই রায় সামনে আসতেই বিষয়টি নিজেদের নজরে আনে শীর্ষ আদালত৷ বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে এই ঘটনার শুনানি হয় আজ, বুধবার৷
বিচারপতি গাভাই ইলাহাবাদ হাইকোর্টের রায়কে ‘অসংবেদনশীল’ বলে উল্লেখ করে জানান, ‘‘এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়৷ বিচারকের তরফে চূড়ান্ত অসংবেদনশীল আবেদন করা হয়েছে৷ বিষয়টি তলব করে ডেকে পাঠানোর পর্যায়ে ছিল আমরা দুঃখিত যে কোনও বিচারকের বিরুদ্ধে এত কড়া শব্দ আমাদের ব্যবহার করতে হচ্ছে৷’’
advertisement
advertisement
এছাড়া, তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতিকেও এই ঘটনার প্রেক্ষিতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন৷
২০২০ সালের ১০ নভেম্বরের একটি ঘটনার প্রেক্ষিতে গত ১৭ মার্চ একটি রায় দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট৷ দিদির বাড়ি থেকে ফেরার সময় গ্রামের দুই যুবক জোর করে এক নাবালিকাকে কালভার্টের নীচে নিয়ে গিয়ে তার পাজামার দড়ি খোলার চেষ্টা করেছিল৷ স্তন সহ শরীরের নানা অংশে হাতও দিয়েছিল অভিযুক্ত৷ কিন্তু, ওই নাবালিকার চিৎকার শুনে দু’জন ঘটনাস্থলে এসে পড়ে৷ তখন বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে এলাকা ছাড়ে অভিযুক্তেরা৷
advertisement
ঘটনার পরে তাঁর গ্রামের পবন, আকাশ এবং অশোকের বিরুদ্ধে পকসো ধারায় ধর্ষণের অভিযোগ আনে মেয়েটির পরিবার৷
এদিন অভিযুক্তদের আনা একটি রিভিউ পিটিশনের প্রেক্ষিতে রায় দিতে গিয়ে গত ১৭ মার্চ ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রা জানিয়েছিলেন, ‘‘এই মামলায় অভিযুক্ত পবন এবং আকাশের বিরুদ্ধে অভিযোগ যে ওরা নির্যাতিতার স্তনে হাত দিয়েছিল, দড়ি টেনে ওর নিম্নাঙ্গ থেকে বস্ত্র খোলার চেষ্টা করেছিল৷ কিন্তু, তারা যে সত্যিই ওই নাবালিকাকে ধর্ষণ করতে চাইছিল এই বিষয়টি এখানে নিশ্চিত ভাবে প্রামাণ্য নয়৷’’ প্রত্যক্ষদর্শীরাও অভিযুক্তদের ওই কাজ করতে দেখেনি বলে রায়ে জানিয়েছিলেন ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি৷
advertisement
ইলাহাবাদ হাইকোর্টের এই রায় নিয়েই শুরু হয় ‘বিতর্ক’৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: পাজামার দড়ি ধরে টানা, স্তনের উপরে হাত...! নিম্ন আদালতের রায়ে হূলস্থূল, ‘অসংবেদনশীল’ বলল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement