Indian Railways: খুশির খবর! মহিলা কামরা বাড়ছে লোকাল ট্রেনে...তবে সব জায়গায় নয়, কোথায় কোথায় মিলবে সুবিধা?
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হচ্ছে বলে খবর।
কলকাতা: মহিলা যাত্রীদের ক্রমবর্ধমান চাপকে সামাল দিতে এবার নয়া সিদ্ধান্ত নিল শিয়ালদহ বিভাগ৷ জানা গিয়েছে, শহরতলি শাখায় চলাচলকারী ৩ ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়ানো হতে চলেছে। বর্তমানে প্রতিটি ইএমইউ লোকালে মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত রয়েছে, যা বিশেষত অফিস সময়ে মহিলাদের ভিড় সামলাতে যথেষ্ট নয়। বর্তমানে কিছু মাতৃভূমি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রীসংখ্যা বৃদ্ধির কারণে এটি আরও প্রসারিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই যথাযথ বিশ্লেষণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, ৩ ফেজ ইএমইউ রেকের প্রতিটি ট্রেনে দ্বিতীয় কোচের পাশাপাশি তৃতীয় কোচের একটি অংশও শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি৷ এখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
advertisement
advertisement
আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হচ্ছে বলে খবর।
advertisement
এই নতুন ব্যবস্থায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে এবং ট্রেনের ভিড় কমবে বলেও মনে করছেন রেল কর্তৃপক্ষ৷ এছাড়াও, অতিরিক্ত মহিলা কোচ চালু হলে মহিলারা আরও স্বাধীনভাবে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে বলেও মত তাঁদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 26, 2025 11:39 AM IST










