Caste Certificate: ভুয়ো সার্টিফিকেট কাণ্ডে কড়া পদক্ষেপ নবান্নের, ইনস্পেক্টর র্যাঙ্কের দুই অফিসারকে শোকজ, কেন?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জানা গিয়েছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে এবার রাজ্যের অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর (ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট) বিভাগীয় তদন্ত শুরু করেছে৷
কলকাতা: ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে এবার পদক্ষেপ করা শুরু করল রাজ্য৷ এবার অফিসারদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, দুই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু।
জানা গিয়েছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে এবার রাজ্যের অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর (ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট) বিভাগীয় তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যেই ইনস্পেক্টর র্যাঙ্কের দুই অফিসারকে ইতিমধ্যেই শোকজ করেছে ব্যাকওয়ার্ড ক্লাস দফতর।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার পিছনে এদের যোগ থাকার প্রমাণ মিলেছে বলে দফতর সূত্রের খবর। খড়্গপুর ও ব্যারাকপুরের দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা শুরু করেছে অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 26, 2025 10:27 AM IST










