DA Case: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
DA Case: ফের পিছোল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। আজ, মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।
কলকাতাঃ ফের পিছোল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। আজ, মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।
আরও পড়ুনঃ মার্চের শেষে ছুটি-ই-ছুটি! পরপর ৪দিন বন্ধ স্কুল কলেজ অফিস? কবে কবে ছুটি? দেখুন তালিকা
পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার। এরপর ২২ এপ্রিল টপ অফ দ্য বোর্ডে মামলা রাখা হল বলে জানাল বিচারপতি সন্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত মিশ্রার বেন্চ। সুপ্রিম কোর্টে চলা DA মামলায় পার্টি হবার জন্য সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছে। সেই পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। আজ দেখার, নতুন বেঞ্চে মামলাটির শুনানি হয় কি না!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2025 4:14 PM IST










