Summer Vacation: সুখবর! দুই জোড়া সামার স্পেশ‍্যাল ট্রেন চালবে গরমকালে, কোন কোন রুটে? জানুন

Last Updated:

Summer Vacation: একটি ট্রেন গুয়াহাটি ও এসএমভিটি বেঙ্গালুরু মধ্যে এবং আরেকটি ত্রিপুরার আগরতলা থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ত্রিপুরা: গরমের ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য দুই জোড়া সামার স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি ট্রেন গুয়াহাটি ও এসএমভিটি বেঙ্গালুরু মধ্যে এবং আরেকটি ত্রিপুরার আগরতলা থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত। দুটি ট্রেনই উভয় দিক থেকে এগারোটি করে ট্রিপের জন্য চলাচল করবে। এই রুটগুলিতে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন।
আরও পড়ুনঃ ফের রক্তাক্ত ভূস্বর্গ, অনন্তনাগে জঙ্গিহানায় নিহত বিহারের পরিযায়ী শ্রমিক
স্পেশ‍‍্যাল ট্রেন নং. ০৬৫২১ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) ১৬ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার রাত ১১:৪০ টায় এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে শুক্রবার সকাল ০৪:৫০ টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশ‍্যাল ট্রেন নং. ০৬৫২২ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) ২০ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার সকাল ০৬:১৫ টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে সোমবার সকাল ১০:৫৫ টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে। এই স্পেশ‍্যাল ট্রেনটিতে শুধুমাত্র অসংরক্ষিত জেনারেল ও চেয়ার কার কোচ থাকবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ‍্যাল ট্রেনটি রঙিয়া, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, খড়গপুর, বরহমপুর, রাজামুন্ড্রি, কাটপাড়ি জং. ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
আরেকটি স্পেশ‍্যাল ট্রেন নং. ০১০৬৫ (ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা) ১৮ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১১:০৫ টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে রওনা দিয়ে রবিবার রাত ০১:১০ টায় আগরতলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) ২১ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বিকেল ০৩:১০ টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ভোর ০৩:৫০ টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে।এই স্পেশাল ট্রেনটিতে দুটি এসি ৩-টিয়ার এবং আঠারোটি স্লিপার ক্লাস কোচ থাকবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেনটি বদরপুর, গুয়াহাটি, রঙিয়া, নিউ জলপাইগুড়ি, কাটিহার, পাটলিপুত্র, সাতনা, জবলপুর, খান্ডোয়া জং., ভুসবলজং., ইগাতপুরি, কল্যাণ জং., দাদর ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
advertisement
এছাড়াও, রেল যাত্রীদের সুবিধা প্রদানের পদক্ষেপ হিসেবে ১৭ এপ্রিল, ২০২৪ থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নং. ১২৪২৩/১২৪২৪ (ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেসের রঙিয়া স্টেশনে এবং ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬ (গুয়াহাটি-মরিয়নি জং.-গুয়াহাটি) বিজি এক্সপ্রেসের বোকাজান স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৮ এপ্রিল, ২০২৪ থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নং. ১৩১৭৩/১৩১৭৪ (শিয়ালদহ-আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের বিহারা স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে।​ট্রেন নং.১২৪২৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সকাল ০৭:৪৫ টায় এবং রওনা দিবে সকাল ০৭:৪৭ টায়। ফেরত যাত্রার সময় ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৬:০৪ টায় এবং রওনা দিবে সন্ধ্যা ০৬:০৬ টায়।
advertisement
ট্রেন নং.১৫৬৬৫ (গুয়াহাটি-মরিয়নি জং.) বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৮:০৫ টায় এবং রওনা দিবে সন্ধ্যা ০৮:০৭ টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নং.১৫৬৬৬ (মরিয়নি জং.-গুয়াহাটি) বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সকাল ০৯:১৯ টায় এবং রওনা দিবে সকাল ০৯:২১ টায়। ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ১২:০৩ টায় এবং রওনা দিবে দুপুর ১২:০৫ টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ০১:২৫ টায় এবং রওনা দিবে দুপুর ০১:২৭ টায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Vacation: সুখবর! দুই জোড়া সামার স্পেশ‍্যাল ট্রেন চালবে গরমকালে, কোন কোন রুটে? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement