Summer Special Train: নিশ্চিন্তে ঘুরে আসুন, বাড়ছে সামার স্পেশালের চাহিদা

Last Updated:

Summer Special Train: আনন্দ বিহার টার্মিনাল ও যোগবানীর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্য একটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন রাজধানী এবং ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেনের সময়ে সংশোধন

* নিশ্চিন্তে ঘুরে আসুন, বাড়ছে সামার স্পেশালের চাহিদা
* নিশ্চিন্তে ঘুরে আসুন, বাড়ছে সামার স্পেশালের চাহিদা
নয়াদিল্লি: এই ২০২৫ সালের আসন্ন গ্রীষ্মকালে যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আনন্দ বিহার টার্মিনাল এবং যোগবানীর মধ্যে আরও একটি অতিরিক্ত গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেন পরিষেবা উভয় দিক থেকে ১২টি করে ট্রিপের জন্য থাকবে। অতিরিক্তভাবে, সময়ানুবর্তিতা বৃদ্ধি এবং ট্রেন চলাচলকে উন্নত করার করার লক্ষ্যে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রঙিয়া ডিভিশনে দুটি মুখ্য ট্রেনের সময়সূচী সংশোধন করেছে, যা ২৯ এপ্রিল ২০২৫ থেকে যাত্রা শুরু করা ট্রেনের জন্য কার্যকর হবে।
ট্রেন নং. ১২৪২৩ ডিব্রুগড় – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৩২৪৭ কামাখ্যা – রাজেন্দ্র নগর ক্যাপিটাল এক্সপ্রেসের জন্য সময়সূচী সংশোধন করা হয়েছে৷ ফলে এই অঞ্চলে ভ্রমণের সুবিধা বৃদ্ধি ও সংযোগ এবং গতিশীলতার জন্য একটি উল্লেখযোগ্য বিকাশ সাধন করবে।ট্রেন নং. ০৪০৯৪ (আনন্দ বিহার টার্মিনাল – যোগবানী) সামার স্পেশাল ২৪ এপ্রিল থেকে ১০ জুলাই, ২০২৫ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ২৩:৫৫ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা হয়ে শনিবার ০৭:৩০ ঘণ্টায় যোগবানী পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ০৪০৯৩ (যোগবানী – আনন্দ বিহার টার্মিনাল) সামার স্পেশাল ২৬ এপ্রিল থেকে ১২ জুলাই, ২০২৫ পর্যন্ত প্রত্যেক শনিবার ০৯:৩০ ঘণ্টায় যোগবানী থেকে রওনা হয়ে রবিবার ১৬:০০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
advertisement
advertisement
ট্রেনটি উভয় দিকে গাজিয়াবাদ, কানপুর সেন্ট্রাল, লখনউ, বারাণসী জং., বালিয়া, ছাপড়া জং., বারাউনি জং., খাগরিয়া জং., কাটিহার জং., ফরবেসগঞ্জ হয়ে চলবে৷ ট্রেনটিতে ২০টি কোচ থাকবে।সংশোধিত সময়সূচী অনুসারে, ট্রেন নং. ১২৪২৩ রাজধানী এক্সপ্রেস এখন রঙিয়া জংশনে ০৭:৩৮ ঘন্টায় পৌঁছাবে এবং ০৭:৪০ ঘন্টায় ছাড়বে৷ একইভাবে, ট্রেন নং. ১৩২৪৭ ক্যাপিটাল এক্সপ্রেস এখন নিউ বঙাইগাঁও-এ ০৮:৩০ ঘন্টায় পৌঁছাবে এবং ০৮:৩৫ ঘন্টায় ছাড়বে৷উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রী চাহিদা ক্রমশ বাড়ছে। তাই আরও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Train: নিশ্চিন্তে ঘুরে আসুন, বাড়ছে সামার স্পেশালের চাহিদা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement