রণথম্বর : বাঘিনির আক্রমণে পর্যটকদের সামনেই ছিন্নভিন্ন কুকুর৷ রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যানের (Ranthambore National Park ) এই ভিডিও দেখে আতঙ্কিত নেটদুনিয়া৷ বাঘিনির কুকুর শিকারের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে৷ রণথম্বর জাতীয় উদ্যানের ইউটিউব চ্যানেল সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে জোন ওয়ানে এই ঘটনা ঘটে৷
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে পর্যটকভর্তি কিছু গাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে একটি পথকুকুর৷ পলকের মধ্যে ভিডিও ক্লিপে বিদ্যুৎগতিতে বাঘিনির আগমন৷ কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যায়৷ এক পর্যটকের গলায় শোনা যায় আর্ত চিৎকার, ‘‘বাঘিনি ধরে ফেলেছে কুকুরটিকে!’’( Sultana the tigress of Ranthambore National Park hunts a stray dog in front of tourists)
advertisement
Tiger kills dog inside R'bhore. In doing so it is exposing itself to deadly diseases such as canine distemper that can decimate a tiger population in no time. Dogs have emerged as a big threat to wildlife. Their presence inside sanctuaries needs to be controlled @ParveenKaswanpic.twitter.com/t7qDR1MvNl
বন্যপ্রাণ নিয়ে উৎসাহীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এই ভিডিও৷ তাঁদের আশঙ্কা, কুকুরটির মাংস খাওয়ার ফলে ক্যানাইন ডিসটেম্পার ও অন্য অসুখে ভয়াবহভাবে কমে যেতে পারে বাঘের সংখ্যা৷ ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্টের অনীশ অন্ধেরিয়া ভিডিও ক্লিপটি ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘রণথম্বরের ভিতরে কুকুরকে মেরেছে বাঘ৷ এর ফলে বাঘের ক্ষেত্রে মারণ অসুখ ক্যানাইন ডিসটেম্বারের আশঙ্কা অনেক বেড়ে যাচ্ছে৷ এতে খুব অল্প সময়েই নির্দিষ্ট এলাকায় বাঘের সংখ্যা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে৷’’ তাঁর কথায়, বন্যপ্রাণের কাছে কুকুর সব সময় একটা বড়া আতঙ্ক৷ অভয়ারণ্যে তাদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন৷
পোস্ট করার মাত্র একদিনের মধ্যে ট্যুইটারে ভিডিয়োর ভিউজ ছাপিয়েছে ৩৬ হাজার৷ একজন জানতে চেয়েছেন চিতাবাঘ বা লেপার্ড কেন ক্যানাইন ডিসটেম্পারে আক্রান্ত হতে পারে না? অন্ধেরিয়া তাঁকে জানিয়েছেন, লেপার্ডদের সঙ্গে কুকুরের পরিচিতি অনেক বেশি৷ লোকালয়ে শিকার ধরার সময় কুকুরই তাদের মূল নিশানা৷ তাই বাঘ ও এশিয়াটিক সিংহের তুলনায় তাদের এ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি৷ ব্যাখ্যা অন্ধেরিয়ার৷
advertisement
Leopards have interacted with domestic dogs (dogs are their prime prey in human dominated landscaoes) since eons. They probably have much better immunity than tigers or Asiatic lions do. Dogs are not prey of these two large cats and hence their interaction is limited.
প্রসঙ্গত সামাজিক মাধ্যমে যে বাঘিনির সারমেয় শিকারের ছবি ছড়িয়ে পড়েছে, সেই সুলতানার সাঙ্কেতিক নাম টি-১০৭৷ পাঁচ বছর বয়সি সুলতানা রণথম্বরের বড় অংশ শাসন করে৷