হোম /খবর /দেশ /
বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে

Delhi Covid 19 Guidelines: বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল! ওমিক্রন আতঙ্কে কড়া বিধিনিষেধ ফিরল দিল্লিতে

নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে৷ Photo-PTI/Shahbaz Khan

নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ চলছে৷ Photo-PTI/Shahbaz Khan

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই স্কুল,কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ছাড়াও জিম, স্পা বন্ধ করে দেওয়া হচ্ছে (Delhi Covid 19 Guidelines)৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: ওমিক্রন (Omicron) নিয়ে আশঙ্কার জেরে ফের দিল্লিতে (Delhi) বন্ধ করা হল স্কুল, কলেজ৷ বন্ধ করে দেওয়া হল সিনেমা হল, মাল্টিপ্লেক্সও৷ পাশাপাশি, জারি হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা৷ জনসমাগম আটকাতে বন্ধ করা হচ্ছে ম্যারেজ হল, ব্যাঙ্কোয়েটও৷

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং ওমিক্রন নিয়ে আতঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়৷ বুধবার থেকেই নতুন এই নির্দেশিকা কার্যকর হবে৷

আরও পড়ুন: কী ভাবে ষাটোর্ধ্বরা পাবেন তৃতীয় টিকা, ১৫-১৮ বছর বয়সিদের টিকার নিয়ম কী, জানাল কেন্দ্র

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই স্কুল,কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ছাড়াও জিম, স্পা বন্ধ করে দেওয়া হচ্ছে৷ পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস এবং মেট্রো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে৷ অটো, ই রিক্সা তে দু' জন যাত্রী উঠতে পারবেন৷ হোটেল রেস্তোরাঁগুলিকেও পঞ্চাশ শতাংশ আসন নিয়ে খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ পানশালার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে৷ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হোটেল, রেস্তোরাঁ খুলে রাখা যাবে৷ পানশালা খুলবে বেলা বারোটা থেকে৷ শপিং মলগুলি এক দিন অন্তর খোলা যাবে৷ জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য দোকানগুলিকেও একই নিয়ম মানতে হবে৷

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে নাবালকদের টিকাকরণের রেজিস্ট্রেশন

সব ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা বিনোদনমূলক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম বন্ধ থাকছে রাজধানীতে৷ বিয়ের অনুষ্ঠানের ভিড় এড়াতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ম্যারেজ হলগুলি বন্ধ রাখা হচ্ছে৷ একই কারণে হোটেল খোলা থাকলেও বন্ধ রাখতে হবে ব্যাঙ্কোয়েট হল৷ বেসরকারি অফিসগুলিকেও পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে সকাল ন'টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে বিউটি পার্লার এবং সেলুন খোলা থাকবে৷ খোলা থাকছে পার্কও৷

দিল্লি সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল অবশ্য দাবি করেছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও অক্সিজেন বা ভেন্টিলেটরের চাহিদা বাড়েনি দিল্লিতে৷ দিল্লির মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'পরিস্থিতি মোকাবিলায় আমরা আগের তুলনায় দশগুন প্রস্তুত৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Delhi, Omicron