হোম /খবর /দেশ /
ডিসেম্বরেই বঙ্গ BJP-তে বিরাট রদবদল, রাজ্য কমিটিতে থাকছে বড় চমক!

Bengal Bjp | Sukanta Majumdar: ডিসেম্বরেই বঙ্গ BJP-তে বিরাট রদবদল, রাজ্য কমিটিতে থাকছে বড় চমক!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

Bengal Bjp | Sukanta Majumdar: পুরভোটে পাল্টা প্রত্যাঘাত করতে এবং দলকে নতুন করে চাঙ্গা করতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: স্বপ্ন ছিল বিধানসভা ভোটে জিতে রাজ্য দখল। কিন্তু তা তো হয়ইনি, উল্টে বাংলায় মাত্র ৭৭ আসনেই থেমে যেতে হয়েছে বিজেপি-কে। যদিও সেই বিধায়ক সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে ৭০-এ। সেইসঙ্গে লেগে রয়েছে দলের প্রত্যহ ভাঙন। এরই মধ্যে দোরগড়ায় কলকাতা এবং হাওড়ার পুরভোট। যদিও এখনও তা নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি জটিলতা কাটেনি। তবু, পুরভোটে পাল্টা প্রত্যাঘাত করতে এবং দলকে নতুন করে চাঙ্গা করতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও রয়েছেন দিল্লিতে। সূত্রের খবর, ডিসেম্বরের গোড়াতেই বঙ্গ বিজেপি'র রাজ্য কমিটিতে রদবদল হতে চলেছে। মোট ৩১ জনের কমিটি হতে চলেছে বঙ্গ বিজেপি-তে। তবে, তৃণমূলের স্ট্র্যাটেজিতেই এবার রাজ্য কমিটিতে মহিলা ও যুবদের বেশি গুরুত্ব দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, নতুন রাজ্য কমিটিতে ৬/৭ জন মহিলা থাকবেন। মঙ্গলবার বিএল সন্তোষ ও অমিত মালব্যর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন সুকান্ত মজুমদার। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  ফের বঙ্গ BJP-তে শোরগোল, আরও এক জেলা সভাপতির পদত্যাগ! নেপথ্যের কারণ...

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ত্যাগের ঘোষণা করেন। রাজীব ফিরে গিয়েছেন তৃণমূলে। বাবুল সুপ্রিয় আগেই দলত্যাগ করে নাম লিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। একের পর এক নেতা দল ছাড়ায় কার্যত দিশেহারা অবস্থা বঙ্গ বিজেপির। সেইসঙ্গে রয়েছে গোষ্ঠীকোন্দল। হাওড়ার জেলা সভাপতিকে বহিষ্কার করতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতের জেরে। এরই মধ্যে দলের পদ থেকে অব্যাহতি চেয়ে সুকান্ত মজুমদারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন BJP-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী। সেখানেই উঠে এসেছে গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ।

আরও পড়ুন: দিলীপ ঘোষের কাছে 'ভিক্ষা', সুকান্ত মজুমদারের 'স্বাগত'! সব নজর দিল্লিতে

তবে, সুকান্ত মজুমদাররা বলছেন, যারা বিজেপির নীতি আদর্শ নিয়ে দল করছেন, তারা উপযুক্ত সম্মান পাচ্ছেন। একজন-‌ দু’‌জনের দলত্যাগ নিয়ে তাঁরা মোটেই চিন্তিত নয়। কিন্তু বিধানসভা ভোটের পর থেকে হওয়া একের পর এক উপনির্বাচনে বিজেপি-কে রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে শাসক দল তৃণমূল। ফলে আরও বাড়ছে দলবদলের প্রবণতা। এহেন পরিস্থিতিতে দলের রাজ্য কমিটিকে ঢেলে সাজিয়ে দলকে ফের জোটবদ্ধ করতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Published by:Suman Biswas
First published:

Tags: Bengal BJP, Sukanta Majumdar