Tripura Politics| Sudip Roy Barman: বিদ্রোহের ইঙ্গিত সুদীপের, ত্রিপুরায় মন্ত্রিসভার রদবদলের আগে চিন্তা বাড়ল বিজেপি-র

Last Updated:

এ দিনই আগরতলায় নিজের অনুগামী প্রায় দু' হাজার নেতা কর্মীকে নিয়ে আলাদা বৈঠক করেন সুদীপ রায় বর্মন (Tripura Politics| Sudip Roy Burman)৷

#আগরতলা: প্রথমে দলের প্রায় দু' হাজার নেতা কর্মীর সঙ্গে আলাদা বৈঠক করে কার্যত সরকারের বিরুদ্ধেই তোপ দাগলেন৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলীয় বৈঠক থেকে বেরিয়ে গিয়ে ত্রিপুরা নিয়ে বিজেপি-র উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন সুদীপ রায় বর্মন৷ ফলে ত্রিপুরায় দলের এই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়ছে কি না, সেই জল্পনা আরও জোরাল হল৷ আজ, মঙ্গলবারই বিপ্লব দেবের মন্ত্রিসভায় রদবদল হচ্ছে৷ সেই তিন জন নতুন বিধায়ক মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, তাতেও নাম নেই সুদীপ রায় বর্মনের৷
সুদীপ রায় বর্মন এবং তাঁর অনুগামী কয়েকজন বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ কয়েকদিন আগেই কলকাতায় এসে সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরার কয়েকজন বিজেপি বিধায়ক বৈঠকও করে গিয়েছেন বলে খবর৷ সুদীপ রায় বর্মনের সঙ্গে বিপ্লব দেবের সংঘাত অনেকদিনের৷ সুদীপকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছিলেন বিপ্লব৷ এর পরই সংঘাত চরমে ওঠে৷
advertisement
ত্রিপুরায় দলের মধ্যে এই দ্বন্দ্বের সুযোগ যে তৃণমূল নেওয়ার চেষ্টা করছে, সে সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহল বিজেপি নেতৃত্ব৷ ত্রিপুরায় মন্ত্রিসভার রদবদলের আগে সোমবার তড়িঘড়ি আগরতলা পৌঁছন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া, উত্তর পূর্বের জন্য দায়িত্বপ্রাপ্ত জোনাল সেক্রেটারি অজয় জামওয়াল, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ সোনকার এবং অসম ও ত্রিপুরার দায়িত্বে থাকা আর এক নেতা ফণীন্দ্র নাথ শর্মা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় এই নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান সুদীপ রায় বর্মন৷ ফলে, তাঁর সঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মতবিরোধের জল্পনাও ছড়িয়েছে৷
advertisement
advertisement
এ দিন বিভিন্ন পর্যায়ে ত্রিপুরার মন্ত্রী,  বিধায়ক এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত নেতারা৷ মন্ত্রী, সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিধায়কদের নিয়ে বৈঠক হয়৷ সেই বৈঠক শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে যান সুদীপ৷ পারিবারিক কারণেই তাঁকে বৈঠক ছেড়ে চলে যেতে হচ্ছে বলে জানান তিনি৷ যদিও সুদীপের বৈঠক ছেড়ে চলে যাওয়ার নেপথ্যে অন্য কারণ দেখছে রাজনৈতিক মহল৷ কারণ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের এবং অনুগামীদের মন্ত্রিসভায় ফেরানোর দাবি তুলেছিলেন সুদীপ৷ এমন কি, পরবর্তী সময়ে তাঁকে মুখ্যমন্ত্রীও করা হতে পারে বিজেপি-র একটি সূত্রেই দাবি করা হচ্ছিল৷ যদিও এ দিন এই দুই দাবি বা সম্ভাবনার কোনওটিই বাস্তবায়িত হয়নি৷ অদূর ভবিষ্যতে সুদীপের দাবি মানা হবে, এমন আশ্বাসও সম্ভবত দলের তরফে পাননি বিক্ষুব্ধ এই বিধায়ক৷ সেই কারণেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কি না, তা নিয়েও ত্রিপুরার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
এ দিনই আগরতলায় নিজের অনুগামী প্রায় দু' হাজার নেতা কর্মীকে নিয়ে আলাদা বৈঠক করেন সুদীপ রায় বর্মন৷ সেখানে বেশ কয়েকজন বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন৷ বৈঠকের পর বিপ্লব দেব সরকারকে কার্যত নিশানা করে সুদীপ বলেন, 'কোনও সরকার দাবি করতে পারে না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে৷ আইনশৃঙ্খলার উন্নতির জন্য
সরকারকে অনুরোধ করব৷ হামলা- হুজ্জতি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন৷' প্রসঙ্গত, ত্রিপুরায় তাদের নেতা, কর্মীদের উপর বিজেপি একের পর এক হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল৷ কার্যত সেই একই সুরে অভিযোগ করে বিপ্লব দেব সরকারের অস্বস্তি আরও বাড়ালেন সুদীপ রায় বর্মন৷ শুধু তাই নয়, বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেন, দল এবং সরকার বিজেপি-র নেতা কর্মীদের কথা শুনছে না৷
advertisement
বিজেপি সূত্রে খবর, মঙ্গলবরাই বিপ্লব দেব সরকারের মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে৷ জানা গিয়েছে, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী- এই তিন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics| Sudip Roy Barman: বিদ্রোহের ইঙ্গিত সুদীপের, ত্রিপুরায় মন্ত্রিসভার রদবদলের আগে চিন্তা বাড়ল বিজেপি-র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement