Sudip Banerjee: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে শুনানি, এথিক্স কমিটিতে সাক্ষ্য দিলেন সুদীপ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শিশির অধিকারীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ দাখিল করল তৃণমূল কংগ্রেস। আজ লোকসভার স্বাধীকার কমিটির বৈঠকে শিশির অধিকারীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বৈঠকে উল্লেখ করেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন শিশির অধিক
#নয়াদিল্লি: তৃণমূল থেকে বিজেপিতে কার্যত যোগ দেওয়া সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ দাখিল করল তৃণমূল কংগ্রেস। আজ লোকসভার স্বাধীকার কমিটির বৈঠকে শিশির অধিকারীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বৈঠকে উল্লেখ করেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন শিশির অধিকারী এবং তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেননি। তিনি আরও জানিয়েছেন, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দেখা গিয়েছে তাঁকে। ফলে তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইনে পদক্ষেপ করা হোক।
সূত্রের খবর, কমিটির তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে, ইতিমধ্যেই একটি জবাব দিয়েছেন শিশির অধিকারী। সেই চিঠি দ্রুতই তাঁকে পাঠিয়ে দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে পারবে তৃণমূল কংগ্রেস। দলের তরফে খুব দ্রুত শিশির অধিকারীর বিরুদ্ধে দলত্যাগ আইনে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। এর আগে শুনানির দিন ধার্য করা হলেও স্বাধিকার কমিটির রিপোর্টে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। যার ফলে সেদিন শুনানি হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই দলবদলের বিষয়টি নিয়ে দ্রুত শুনানির নিষ্পত্তি করার কথা বলেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
advertisement
advertisement
তৃণমূলের টিকিটের সংসদ হলেও গত বিধানসভা নির্বাচনে অমিত শাহের সভায় দেখা গিয়েছিল তাঁকে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেননি তিনি। তবে বিধানসভা নির্বাচনে ছেলে শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলেছিলেন শিশির অধিকারী। রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সব সাংসদ বিধায়ক বিধানসভায় ভোট দিলেও বিজেপি সাংসদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশির অধিকারী ভোট দিয়েছিলেন দিল্লিতে লোকসভায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ শিশির অধিকারী । রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে গিয়ে তিনি ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তবে যেহেতু তিনি অসুস্থ তাই তাঁর দিল্লি সফর চিকিৎসকরা আদৌ মঞ্জুর করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন ছিল।
advertisement
চিকিৎসকরা শিশির অধিকারীকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেন। এরপরই শিশির অধিকারী দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেন। শিশির অধিকারী ছাড়াও পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের সাংসদ পদও খারিজের দাবি জানিয়েছিল তৃণমূল৷ কারণ তিনিও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ কিন্তু সুনীল মণ্ডল তৃণমূলে ফিরে আসায় তাঁর সাংসদ পদ খারিজের দাবি থেকেও সরে এসেছে ঘাসফুল শিবির৷
advertisement
Rajib Chakraborty
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2022 10:39 PM IST