Sudip Banerjee meets Naveen Patnaik in Delhi: মমতার চিঠির পরেই নবীন-সুদীপ সাক্ষাৎ, দিল্লিতে শুরু জল্পনা

Last Updated:

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দিল্লি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই নয়াদিল্লিতে পা রাখতে চলেছেন তৃণমূল নেত্রী।

দিল্লিতে সুদীপ- নবীন সাক্ষাৎ৷
দিল্লিতে সুদীপ- নবীন সাক্ষাৎ৷
#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে বিজেপি-র বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানালেন, সেদিনই সংসদের সেন্ট্রাল হলে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সুদীপের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন নবীন পট্টনায়েক। অন্যদিকে,  সবচেয়ে বেশিদিন ধরে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য নবীন পট্টনায়েকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন। বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু' জনের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দিল্লি আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই নয়াদিল্লিতে পা রাখতে চলেছেন তৃণমূল নেত্রী।
advertisement
advertisement
এবারের দিল্লি সফরে মূলত বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-র প্রার্থী যাতে কোনওভাবেই জয়লাভ করতে না পারেন, সেদিকেই লক্ষ্য বাংলার মুখ্যমন্ত্রীর। এখন থেকেই তার তোড়জোড় শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের নেতাদের চিঠি লেখার মধ্য দিয়ে তারই সলতে পাকানোর কাজ শুরু হল বলে মনে করা হচ্ছে।
advertisement
অরবিন্দ কেজরীওয়াল, কেসিআর, স্ট্যালিনের মতো নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভাল। এর আগেরবার দিল্লি সফর শেষ করে মুম্বই গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি। যদিও তাঁর শরীর অসুস্থ থাকায় আদিত্য ঠাকরের সঙ্গে কথা হয় মমতার। অর্থাৎ শিবসেনার সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রীর।
advertisement
বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ উদ্ধব ঠাকরে। সিবিআই তদন্ত নিয়েও তৃণমূল তথা রাজ্য সরকারের পাশে থেকেছে শিবসেনা। ফলে শিবসেনা, ডিএমকে, আম আদমি পার্টির সঙ্গে ভাল সম্পর্ককে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামার পরিকল্পনা শুরু করেছেন তৃণমূলনেত্রী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও মমতার ভাল সম্পর্ক। নবীন পট্টনায়েকের সঙ্গেও দৌত্য় শুরু হয়েছে বলে রাজনৈতিক সূত্রের খবর। এ দিন সুদীপ- নবীন সাক্ষাৎ তারই অঙ্গ বলে মনে করা হচ্ছে। যদিও পুরো সাক্ষাৎকেই সৌজন্যমূলক বলে দাবি করা হয়েছে দু তরফেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sudip Banerjee meets Naveen Patnaik in Delhi: মমতার চিঠির পরেই নবীন-সুদীপ সাক্ষাৎ, দিল্লিতে শুরু জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement