Student Shoots Principal: সবার সামনে বকা দিয়েছিলেন, প্রিন্সিপালকে গুলি করে মারল ছাত্র!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Student Shoots Principal: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রটি প্রিন্সিপালের উপর ক্ষুব্ধ ছিল। শুধু এই দিনের জন্য নয়, এর আগেও বিভিন্নবার প্রিন্সিপাল তাকে শাসন করেছিলেন। তাই প্রিন্সপাল কার্যত তার কাছে দুই চোখের বিষ হয়ে উঠেছিলেন।
ছত্রেশ্বর: মধ্যপ্রদেশের ছত্রেশ্বর জেলার একটি স্কুলে শুক্রবার দুপুরে ক্লাস ১২-এর এক ছাত্র তার স্কুলের প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, সবার সামনে গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রটি প্রিন্সিপালকে গুলি করে হত্যা করেছে।
আরও পড়ুন: চোখ লেগে গিয়েছিল ড্রাইভারের, ট্যাঙ্কারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষে খাদে পড়ে গেল বাস! মৃত ৮ আহত একাধিক
পুলিশের কর্মকর্তা পুশপেন্দ্র যাদব জানিয়েছেন, ১৭ বছর বয়সী ওই ছাত্র ঘটনাটি ঘটানোর পর প্রিন্সিপালের স্কুটি নিয়ে পালিয়ে যায়। তবে কিছু ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে উত্তরপ্রদেশের সীমান্তের কাছে শনাক্ত করা হয়েছিল। অভিযুক্ত ছাত্রটি স্কুলে তার অশিক্ষিত আচরণের জন্য পরিচিত ছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জানান পুলিশ।
advertisement
advertisement
শহরের পুলিশ সুপার আমন মিশ্রা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাত্রটি প্রিন্সিপালের উপর ক্ষুব্ধ ছিল। শুধু আজকের জন্য নয়, এর আগেও বিভিন্নবার প্রিন্সিপাল তাকে শাসন করেছিলেন। তাই প্রিন্সপাল কার্যত তার কাছে দুই চোখের বিষ হয়ে উঠেছিলেন। প্রিন্সিপাল এস কে শেঠ (৫৫) এর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: দশম শ্রেণি পাস করেই ডাক্তার! জাল মেডিকেল ডিগ্রি র্যাকেট ফাঁস পুলিশের, গ্রেপ্তার ১০ ভুয়ো ডাক্তার
advertisement
বিদ্যালয়ের শিক্ষক হরিশঙ্কর যোশি সাংবাদিকদের জানান, প্রিন্সিপাল শেঠ ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তিনি আরও জানিয়েছেন যে, অভিযুক্ত ছাত্রটি ছিল একজন ‘নটরাজ’ ছাত্র, যিনি তার ইচ্ছে মতো স্কুলে আসতেন। সে না কি কারও কথাও শুনত না। গুরুজনদের সম্মানও দিত না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 12:52 AM IST