Student Death News: টানা ৯ দিন ধরে নিখোঁজ থাকার পরে উদ্ধার হল কোটার আইআইটি-জেইই পরীক্ষার্থীর দেহ
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত ১১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রচিত সোন্ধিয়া। আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা জেইই পরীক্ষার্থী রচিত রাজস্থানের কোটায় পড়াশোনা করছিল।
কোটাঃ প্রায় ৯ দিন ধরে নিখোঁজ ছিল বছর ষোলোর আইআইটি-জেইই পরীক্ষার্থী। রীতিমতো চিরুনি তল্লাশির পরে অবশেষে রাজস্থানের চম্বল উপত্যকা থেকে উদ্ধার হল কোটার ওই পড়ুয়ার দেহ। সোমবার এই কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ সুখবর বিমানযাত্রীদের জন্য! ১০-৩০ মিনিটের মধ্যে দিতে হবে লাগেজ, নয়া নিয়ম বিসিএসের
সংবাদমাধ্যমের, প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত ১১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রচিত সোন্ধিয়া। আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা জেইই পরীক্ষার্থী রচিত রাজস্থানের কোটায় পড়াশোনা করছিল। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে যে, রচিতকে শেষ বার গারাদিয়া মহাদেব মন্দিরের নিকটবর্তী এক জঙ্গলে প্রবেশ করতে দেখা গিয়েছিল। পরীক্ষার কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছিল সে। পুলিশ জানিয়েছে, চম্বল উপত্যকার দুর্গম এবং বিচ্ছিন্ন এলাকা থেকে রচিতের দেহ উদ্ধার হয়েছে।
advertisement
এদিকে প্রায় এক সপ্তাহ ধরে ছেলের খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন রচিতের মা-বাবা। ছেলের পোস্টার বানিয়ে চারিদিকে ছড়িয়ে দেন তাঁরা, যাতে তাড়াতাড়ি রচিতের খোঁজ পাওয়া সম্ভব হয়। এমনকী শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের দ্বারস্থও হয়েছিল ওই ছাত্রের পরিবার। এই ঘটনায় মন্ত্রীর হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তাঁরা।
advertisement
এখানেই শেষ নয়, গত সপ্তাহ থেকে নিখোঁজ কোটার আরও এক পড়ুয়া। যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গত ২ বছর ধরে কোটার ইন্দ্র বিহারের হোস্টেলে থাকছিলেন জেইই পরীক্ষার্থী পীযূষ কাপাসিয়া। গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ তিনি। এমনিতে পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসছে রাজস্থানের কোটা।
advertisement
সম্প্রতি নিজের পিজি-র ঘরে আত্মহত্যা করেছিলেন কোটার কোচিং সেন্টারের ১৮ বছর বয়সী এক ছাত্র। জানা গিয়েছে যে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, শুভ চৌধুরী নামে ওই ছাত্র ঝাড়খণ্ডের বাসিন্দা। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাওয়ার জন্য কোটায় প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমনকী ২ বছর ধরে সেখানেই ছিলেন। চলতি বছর কোটায় এটা ছিল চতুর্থ আত্মহত্যার ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 11:50 AM IST