Railway Police ‘Fine’ Man: স্টেশনে টাকা আদায়ের অভিযোগ, সাসপেন্ড স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশকর্মী

Last Updated:

বাধ্য হয়ে এক আত্মীয়ের কাছ থেকে অনলাইনে ১৯ হাজার টাকা নিয়ে পুলিশদের দিতে বাধ্য হন৷ এর পরই ছাড়া পান ব্যক্তি৷

 ১ অগাস্ট, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সোমনাথ নাইয়া স্টেশনে অপেক্ষা করছিলেন৷
১ অগাস্ট, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সোমনাথ নাইয়া স্টেশনে অপেক্ষা করছিলেন৷
পটনা: স্টেশনে সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে অন্যায় ভাবে টাকা তোলার অভিযোগ উঠল৷ অভিযুক্ত খোদ স্টেশন মাস্টার পঙ্কজ কুমার৷ শুধু তিনি নয়, অভিযোগ উঠল পাঁচজন পুলিশ কর্মীর বিরুদ্ধেও৷ সেই কারণে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হল স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশ কর্মীকে৷
ঘটনাটি ঘটেছিল, পটনা স্টেশনে৷ ১ অগাস্ট, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সোমনাথ নাইয়া স্টেশনে অপেক্ষা করছিলেন৷ তারপরই হঠাৎ করে ঘটনাটি ঘটল৷
advertisement
স্টেশনের এক কনস্টেবল তাঁর কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়৷ এখানেই শেষ নয়৷ তাঁকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে আটক করার ভয় দেখাতে শুরু করে৷
advertisement
নাইয়াও জোর দিয়ে বলে তিনি নির্দোষ৷ কিন্তু অভিযোগ তাঁর কোনও কথাতেই কেউ কর্ণপাত করেননি৷ তখনই পুলিশ সদস্যরা নাইয়াকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেন৷ সেইসময় তিনি ২০ হাজার টাকা দিতে বাধ্য হয়৷ তারপরও তাঁকে ৩০ হাজার টাকার দেওয়ার জন্য জোড় করা হয়৷
advertisement
বাধ্য হয়ে এক আত্মীয়ের কাছ থেকে অনলাইনে ১৯ হাজার টাকা নিয়ে পুলিশদের দিতে বাধ্য হন৷ এর পরই ছাড়া পান ব্যক্তি৷
শেষ অবধি পশ্চিমবঙ্গে এসে ৪ অগাস্ট রেলওয়ে হেল্পলাইন নম্বরে অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পরই ডিএসপি পিকে তিওয়ারি তদন্ত শুরু করে৷ সিসিটিভি ফুটেজে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া বক্তব্যে ঘটনার সত্যতা সম্বন্ধে জানা যায়৷
advertisement
তদন্ত শুরু হওয়ার পরই একজন কনস্টেবল কৃষ্ণ কুমার ঠাকুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ তদন্তের রিপোর্টের ভিত্তিতে জিআরপি পঙ্কজ কুমার, সাব-ইন্সপেক্টর রাকেশ কুমার, এএসআই রামচন্দ্ররাম, কনস্টেবল সঞ্জয়কুমার এবং কৃষ্ণকুমার ঠাকুরকে সাসপেন্ড করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Railway Police ‘Fine’ Man: স্টেশনে টাকা আদায়ের অভিযোগ, সাসপেন্ড স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশকর্মী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement