Sunita Williams News Update: মহাকাশ থেকে কবে ফিরবেন সুনীতা উইলিয়ামস? বড় সিদ্ধান্ত নাসার
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
জুন মাসে তাঁরা মহাকাশে গিয়েছিলেন৷ কিন্তু তাঁদের বোয়িং স্টারলাইনের ক্যাপসুল ফুটো হয়ে গিয়েছিল৷ নাসা এই বোয়িংটি সাড়ানোর চেষ্টা করছে৷
ওয়াশিংটন ডিসি: জুন মাসে সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর বোয়িং স্টারলাইনার করে মহাকাশে যান৷ কিন্তু স্টারলাইনের যান্ত্রিকত্রুটির কারণে তাঁরা এখনও পৃথিবীতে ফিরে আসতে পারেনি৷
মাত্র ৮ দিনের জন্য নাসার এই মিশনটি ছিল৷ তারপর থেকেই তাঁরা মহাকাশ স্টেশনেই আটকে আছেন৷ তাঁদের দু’জনকেই পৃথিবীতে প্রত্যাবর্তন নিয়ে নিয়ে বড় সিদ্ধান্ত নিল নাসা৷
জুন মাসে তাঁরা মহাকাশে গিয়েছিলেন৷ কিন্তু তাঁদের বোয়িং স্টারলাইনের ক্যাপসুল ফুটো হয়ে গিয়েছিল৷ নাসা এই বোয়িংটি সাড়ানোর চেষ্টা করছে৷
advertisement
তবে এখনও পর্যন্ত বোয়িংটিকে সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত ঘোষণা করেনি৷ সমস্ত তথ্য বিশ্লেষণ করে তবেই নাসা কোনও সিদ্ধান্তে আসতে পারবে৷
যদি কোনওভাবে স্টারলাইনকে সাড়ানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে অন্য আরও একটা পরিকল্পনা রয়েছে৷ স্পেস এক্স ক্রিউ ড্রাগন৷ নাসার আরও একটা মহাকাশযান পৃথিবীর বাইরে যাচ্ছে৷ সেখানে তাঁদের জন্য দুটো বসার জায়গা রাখা হবে৷
advertisement
স্পেস এক্স ক্রিউ ড্রাগন করেই তাঁদের ফিরিয়ে আনা হবে৷ তবে তাতে সুনিতা ও তাঁর সঙ্গীর প্রত্যাবর্তন আরও বিলম্বিত হবে৷ এই মিশনটি শুরুই হবে ফেব্রুয়ারি ২০২৫-এ৷
কিন্তু এখনই স্টারলাইনের উপর সমস্ত আশা ছাড়তে রাজি নয় নাসার বিজ্ঞানীরা৷ যদি প্রযুক্তিগত ত্রুটি সাড়ানো যায়, তাহলে সুনিতা ও তাঁর সঙ্গীকে আরও তাড়াতাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে৷
advertisement
ইতিমধ্যেই মহাকাশে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছে সুনিতাদের৷ তাঁদের দেখতেও অসুবিধা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 11:42 AM IST