Snake Story: অন্যতম বিষাক্ত সাপ, এক ছোবলেই মৃত্যু ঘটতে পারে, জেনে নিন বিষ থেকে বাঁচার মোক্ষম উপায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
চন্দ্রবোড়ার বিষ শরীরে ঢুকলে সোয়েলিং,অসহ্য যন্ত্রণা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে৷ এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে৷ ঠিক সময় চিকিৎসা না করালে এই সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
advertisement
ভারতে যে সমস্ত বিষাক্ত সাপ পাওয়া যায়, তার মধ্যে এই রাসেল ভাইপার অন্যতম৷ যাকে অনেকেই চন্দ্রবোড়া বলে থাকেন৷ বন্যপ্রাণী বিশেষজ্ঞ আশিষ ত্রিপাঠি এটি অন্যতম বিষাক্ত সাপের প্রজাতি৷ এর সারা গায়ে জুড়ে চকোলেট রঙের ছাপ রয়েছে৷ যদিও এই সাপ থেকে অদ্ভুত একটা শিষের আওয়াজ পাওয়া যায়৷ এ খানিক সচেতন বার্তাও বটে৷
advertisement
advertisement
advertisement