Stampede: বিহারের সিদ্ধনাথ মন্দিরে বিপুল পুণ্যার্থী সমাগম, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু, জখম বহু মানুষ

Last Updated:

Stampede: রাতে পুজো উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। সকলেই পুজো দিয়ে দ্রুত মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। সেইসময় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি পড়ে যায়। এইসময় অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান।

বিহারের সিদ্ধনাথ মন্দিরে পদপিষ্ট
বিহারের সিদ্ধনাথ মন্দিরে পদপিষ্ট
পটনা: বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে রবিবার রাতে পদপিষ্ট হয়ে হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু পূর্ণার্থী। জানা যাচ্ছে, রাতে পুজো উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। সকলেই পুজো দিয়ে দ্রুত মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। সেইসময় ধাক্কাধাক্কি হুড়োহুড়ি পড়ে যায়। এইসময় অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান।
সংবাদ সংস্থা এএনআইকে সোমবার সকালে জেহানাবাদের জেলাশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক। তাঁর কথায়, “আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এটি একটি দুঃখজনক ঘটনা। জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেন, “সমস্ত ব্যবস্থা কঠোর ছিল তা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি…”।
বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। রবিবার রাতে শিবপুজো উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে। আর সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনা।
advertisement
advertisement
যদিও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভাল ছিল না। অনেকে ভলান্টিয়ার হিসাবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় তাঁরা পুণ্যার্থীদের তাড়া দেন। এমনকি অভিযোগ, লাঠিও চালানো হয় ভিড়ের উপর। তার পরেই হুড়োহুড়ি পড়ে যায় মন্দির থেকে বেরোনোর জন্য। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। প্রসঙ্গত, কিছুদিন আগেই গত ২ জুলাই, হাতরাসের সিকান্দারারু এলাকায় ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরির ‘সৎসঙ্গ’ চলাকালীনও পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Stampede: বিহারের সিদ্ধনাথ মন্দিরে বিপুল পুণ্যার্থী সমাগম, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু, জখম বহু মানুষ
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement