SSC recruitment scam:ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়, পুলিশের লক-আপ, সেখান থেকে এজলাসে শিল্পমন্ত্রী

Last Updated:

২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হয় জোকা ইএসআই হাসপাতালে

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা:  ব্যাংশাল আদালতে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পুলিশ লক-আপে, সেখান থেকে এজলাসে নেওয়া হবে শিল্পমন্ত্রীকে।  তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি।আটক প্রাক্তন শিক্ষামন্ত্রীর আপ্ত-সহায়ক-ও।
২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হয় জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা। দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পাননি, গ্রেফতারির পর এ'কথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার মাঝপথেই ধোঁয়াশা! অন্য রাস্তা ধরে গাড়ি। কনভয় দ্রুত চলে যায় আলিপুর, বেহালা পেরিয়ে জোকায়। মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। বেলা ১টা নাগাদ তারপর সেখান থেকেই বার করে নিয়ে আসা হয় পার্থকে।
advertisement
যে গাড়িতে করে জোকার হাসপাতালে এসেছিলেন পার্থ, মেডিক্যাল পরীক্ষার পর সেই গাড়িতে ওঠেননি পার্থ। ওঠেন অন্য একটি গাড়িতে। আগের গাড়ির রং ছিল সোনালী, এ বারের গাড়িটি নীল। সেই গাড়িতে ওঠার পরেই পার্থকে ঘিরে ধরে একে পর এক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? সেই প্রশ্নের উত্তরে পার্থ বলেন, 'যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SSC recruitment scam:ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়, পুলিশের লক-আপ, সেখান থেকে এজলাসে শিল্পমন্ত্রী
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement