#কলকাতা: ব্যাংশাল আদালতে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পুলিশ লক-আপে, সেখান থেকে এজলাসে নেওয়া হবে শিল্পমন্ত্রীকে। তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি।আটক প্রাক্তন শিক্ষামন্ত্রীর আপ্ত-সহায়ক-ও।
২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হয় জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা। দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পাননি, গ্রেফতারির পর এ'কথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার মাঝপথেই ধোঁয়াশা! অন্য রাস্তা ধরে গাড়ি। কনভয় দ্রুত চলে যায় আলিপুর, বেহালা পেরিয়ে জোকায়। মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। বেলা ১টা নাগাদ তারপর সেখান থেকেই বার করে নিয়ে আসা হয় পার্থকে।
আরও পড়ুন: গভীর রাতে বাংলাদেশের সীমানায় ঢুকল ভারতীয় ট্রলার, ভয়াবহ অভিজ্ঞতার মুখে ১৬ মৎস্যজীবী
যে গাড়িতে করে জোকার হাসপাতালে এসেছিলেন পার্থ, মেডিক্যাল পরীক্ষার পর সেই গাড়িতে ওঠেননি পার্থ। ওঠেন অন্য একটি গাড়িতে। আগের গাড়ির রং ছিল সোনালী, এ বারের গাড়িটি নীল। সেই গাড়িতে ওঠার পরেই পার্থকে ঘিরে ধরে একে পর এক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? সেই প্রশ্নের উত্তরে পার্থ বলেন, 'যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC Recruitment Scam