নিয়োগের দাবিতে এবার থালা বাজিয়ে প্রতিবাদ বিক্ষোভ হবু শিক্ষকদের
Last Updated:
#কলকাতা: একের পর এক জটিলতায় বিলম্বিত রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ বারংবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে উঠছে নিয়মভঙ্গের অভিযোগ ৷ অনিশ্চয়তায় রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যত ৷ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বার বার এমন বাধায় ক্ষুব্ধ এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ অবিলম্বে নিয়োগের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভের সিদ্ধান্ত নিলেন চাকরিপ্রার্থীরা ৷
বুধবার বিকাশ ভবন অভিযান করলেন এসএসসি প্রার্থীরা ৷ অবিলম্বে চাকরি ও নিয়োগের দাবিতে ব্যানার হাতে, থালা বাজিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান রাজ্যের কয়েকশো হবু শিক্ষক ৷ তাদের দাবি, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে কাউন্সেলিং ৷ একইসঙ্গে নিয়োগে স্বচ্ছতা রক্ষায় পুরো প্রক্রিয়া ওয়েবসাইটে প্রকাশের দাবি তোলেন শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা ৷
advertisement
advertisement
এই মুহূর্তে আদালতে এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগ তুলে দায়ের একাধিক মামলা ৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের ডাক দেওয়ায় মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ তাতে কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ পরে আদালতের নির্দেশ মতো মেধাতালিকা প্রকাশ করা হলেও তাতে নির্দিষ্ট স্কোর কার্ড না থাকায় ফের অস্বচ্ছতার অভিযোগ তুলে ফের গতকাল অর্থাৎ মঙ্গলবার দায়ের হয় একটি মামলা ৷ এছাড়া ২০১২ সালের উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্যানেলে নাম থাকা সত্ত্বেও কাউন্সেলিংয়ে ডাক না পাওয়ার অভিযোগে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হন ৷
advertisement
আরও পড়ুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2018 3:51 PM IST