New Delhi: উড়ানের কিছু মুহূর্ত আগে বাতিল বিমান, গেটের সামনেই বিক্ষোভ যাত্রীদের দিল্লির ঘটনার ভিডিও ভাইরাল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Spicejet- এরপরেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বিমান বাতিল হওয়ায় যাত্রীরা রীতিমত বিরক্ত। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেককে "স্পাইসজেট মুর্দাবাদ" বলে চিৎকার করতে। দিল্লির টার্মিনাল ৩ নম্বর গেটের সামনে রীতিমত আন্দোলন করতে দেখা যায় যাত্রীদের।
নয়াদিল্লি: বিমান ওড়ার ঠিক পাঁচ মিনিট আগে গোটা বিমানযাত্রাই বাতিল ঘোষণা করল বিমান সংস্থা। আর এই নিয়েই যাত্রীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় ওই বিমানসংস্থার কর্মীদের মধ্যে। শনিবার, নয়াদিল্লিতে স্পাইসজেটের একটি বিমানের উড়ান বাতিল ঘোষণাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর চত্বরে।
বাতিল বিমান, স্পাইসজেট এসজি ৪৯৫ দিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাওয়ার কথা ছিল। কিন্তু, বিমান ওড়ার ঠিক মিনিট পাঁচেক আগে গোটা বিমানের যাত্রাই বাতিল ঘোষণা করার জানানো হয় বিমান সংস্থার পক্ষ থেকে।
এরপরেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বিমান বাতিল হওয়ায় যাত্রীরা রীতিমত বিরক্ত। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেককে “স্পাইসজেট মুর্দাবাদ” বলে চিৎকার করতে। দিল্লির টার্মিনাল ৩ নম্বর গেটের সামনে রীতিমত আন্দোলন করতে দেখা যায় যাত্রীদের।
advertisement
advertisement
फ्लाइट नं SG 495 जो DEL से DBR को जाने वाली थी, जो बोर्डिंग से ठीक 5 मिनट पहले अचानक से रद्द कर दिया गया है, @flyspicejet की घटिया व्यवस्था से पैसेंजर्स हमेशा परेशान रहते हैं @JM_Scindia @flyspicejet तुरंत में दरभंगा के लिए फ्लाइट का अरेंज क किया जाए।। pic.twitter.com/Q91RPkUXk5
— संगीत चौधरी (@thesangeetujan) September 14, 2024
advertisement
অনেক যাত্রীদের স্পাইসজেটের এই নিয়মিত বিমান বাতিলের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় কার্যত নিজদের রাগের বহিপ্রকাশ ঘটান তাঁরা। এক যাত্রী তাঁর দিল্লি থেকে গোয়া যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে জানান, “আমি স্পাইসজেট এসজি২১১ ফ্লাইটে দিল্লি থেকে গোয়া যাচ্ছিলাম। সেটাও হঠাৎ বাতিল ঘোষণা করে দেওয়া হয়।
advertisement
আরও এক যাত্রী নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ” আমি স্পাইসজেট করে আহমেদাবাদ থেকে বারাণসী যাচ্ছিলাম আমাদের নিরাপত্তাকর্মীদের অভাবে সেখানে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।”
এইসব নানা অভিযোগ ওই বিমানসংস্থার বিরুদ্ধে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নেটাগরিকরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 9:52 PM IST