Kashmir: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, রাজৌরিতে আহত এক জওয়ান, জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন চলবে জানাল সেনা

Last Updated:

গত সপ্তাহেই নৌসেরাতেই এক জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এই নিয়ে দ্বিতীয়বার ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটল। ের আগেও গত ৯ই সেপ্টেম্বর আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জম্মু ও কাশ্মীর: সামনেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন আর ঠিক সেই সময়েই জঙ্গি তৎপরতা বেড়ে চলেছে উপত্যকায়। জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনাও প্রস্তুত এমনটাই জানানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এরপর থেকে একের পর এক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে জম্মু ও লাশ্মীর। শনিবার, এলওসির কাছে রাজৌরি জেলার কাছে অনুপ্রবেশের ঘটনা ঘটে তখনই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান আহত হন।
সূত্রের খবর, নৌসেরার কালাল এলাকায় যখন ভারতীয় সেনা সীমান্ত পাহারা দিচ্ছিল সেই সময় তাঁরা অনুপ্রবেশের খবর পায়। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। তল্লাশির সময়েই সংঘর্ষে ভারতীয় সেনার এক জওয়ান আহত হন।
advertisement
advertisement
গত সপ্তাহেই নৌসেরাতেই এক জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। এই নিয়ে দ্বিতীয়বার ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটল। ের আগেও গত ৯ই সেপ্টেম্বর আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনাবাহিনী।
advertisement
সীমান্ত এলাকায় জঙ্গিদের দেখা মাত্র তাঁদের দিকে এগিয়ে যায় সেনা। জঙ্গিরা গুলি চালায়, প্রত্যুত্তরে পাল্টা গুলি ছোড়ে সেনাবাহিনী। এই গুলি যুদ্ধে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এর আগে গতকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর বারামুলাতেও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন চালানোর সময় সংঘর্ষে মোট পাঁচ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনা। উপত্যকাজুড়েই জঙ্গি নিকেশ করতে অপারেশন আরও জোরদার হবে বলে জানানো হয়েছে সেনার তরফে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, রাজৌরিতে আহত এক জওয়ান, জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন চলবে জানাল সেনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement