Mumbai: চলন্ত ট্রেনে জুতো নিয়ে সহযাত্রীর দিকে ছুটে গেলেন মহিলা, লোকাল ট্রেনে এ কী দৃশ্য, বাকরুদ্ধ সকলে, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

চিৎকার করে জুতো দিয়ে মারতে শুরু করেন তিনি। সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে তখন ভাসাইয়ের কাছে রেলপুলিশ ডাকেন ট্রেনে থাকা যাত্রীরা। এরপরেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই গোটা ঘটনাই এক যাত্রী নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ভিডিওর একটি অংশ
ভিডিওর একটি অংশ
মুম্বই: মুম্বইয়ের লাইফলাইন হল লোকাল ট্রেন আর সেখানেই এক মহিলার ‘কুকীর্তির’ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। ভিরার থেকে দাদার যাওয়ার ডাবল ফাস্ট ট্রেনে ওই মহিলা প্রতিবন্ধীদের কামরায় ওঠেন। সেখানেই ওই মহিলাকে যখন বাকি যাত্রীরা প্রশ্ন করেন তিনি কেন ওই কোচে উঠেছেন তখনই রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা।
চিৎকার করে জুতো দিয়ে মারতে শুরু করেন তিনি। সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে তখন ভাসাইয়ের কাছে রেলপুলিশ ডাকেন ট্রেনে থাকা যাত্রীরা। এরপরেই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই গোটা ঘটনাই এক যাত্রী নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, নীল এবং লাল জামা পরা ওই মহিলা এক যাত্রী জুতো খুলে মারছেন। ভিডিওতে আরও দেখা যাচ্ছে আরও এক যাত্রী বাধা দিতে গেলে ওই মহিলা তাঁকেও মারতে শুরু করেন। এরপর তৃতীয় ব্যক্তি এসে ওই মহিলাকে জায়গা থেকে সরিয়ে দেন।
advertisement
ট্রেনে মারধর এটা প্রথম নয়, এর আগে মে মাসেও একটি সিটকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে হাতাহাতির ভিডিও প্রকাশ্যে আসে। দেখা যায় দুই মহিলার মারপিটের জন্য সেখানে ভিড় জমে যায়। কিছু মানুষও এগিয়ে আসে তাঁদের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য। এই ঘটনা ঘটে পাটনা-কানপুর ট্রেনে। ওই মাসেই একই ঘটনা ঘটেছিল দিল্লি মেট্রোতে, সেখানেও দুই মহিলার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছিল। এবারে আবারও প্রায় একই ধরনের ঘটনা ঘটল বাণিজ্য নগরী মুম্বইয়ের বুকে। ওই মহিলার আচরণে রীতিমত ক্ষুব্ধ নেটাগরিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai: চলন্ত ট্রেনে জুতো নিয়ে সহযাত্রীর দিকে ছুটে গেলেন মহিলা, লোকাল ট্রেনে এ কী দৃশ্য, বাকরুদ্ধ সকলে, রইল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement