Lucknow: স্কুলে খেলতে খেলতেই হার্ট অ্যাটাক! ৯ বছরের খুদের অবিশ্বাস্য পরিণতি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Girl death: এরপর বালিকার পরিবার তাঁকে সেখান থেকে চন্দন হাসপাতাল নামে আরও একটি চিকিতসাকেন্দ্রে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা জানান, হার্ট অ্যাট্যাকের ফলে ওই বালিকার মৃত্যু হয়েছে।
লখনউ: খেলতে খেলতেই মর্মান্তিক পরিণতি হল লখনউয়ের এক পড়ুয়ার। স্কুল প্রাঙ্গণে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নয় বছরের এক খুদে। লখনউয়ের মন্টফর্ট স্কুলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই বালিকার বলেই জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে।
মঙ্গলবার, স্কুলের প্রধানশিক্ষকের কাছে খবর আসে তৃতীয় শ্রেণীর মানবী সিং হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েছেন। স্কুল প্রাঙ্গণেই অজ্ঞান হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী ফতিমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
এরপর বালিকার পরিবার তাঁকে সেখান থেকে চন্দন হাসপাতাল নামে আরও একটি চিকিতসাকেন্দ্রে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা জানান, হার্ট অ্যাট্যাকের ফলে ওই বালিকার মৃত্যু হয়েছে।
advertisement
পুলিশের কাছেও বিষয়টি পৌঁছায় কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শিশুটির মৃত্যুতে ওই স্কুলে একদিনের শোক হিসাবে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 7:35 PM IST