দূষণের সমস্যায় জেরবার? মাত্র ২৯৯টাকায় বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন!
Last Updated:
#নয়াদিল্লি: দিল্লির দূষণ এখন খবরের শিরোনামে৷ বাতাসে মিশছে বিষ, দূষণের মাত্রা দিনদিন বাড়ছে৷ এই সমস্যায় নাজেহাল দিল্লিবাসী৷ সকলেই মাস্কের ব্যবহার শুরু করেছেন৷ অড-ইভেন নম্বরে গাড়ি রাস্তায় নামানের নির্দেশ দিয়েছে সরকার৷ কিন্তু তাতেও সমস্যা খুব একটা কম হয়নি৷ তবে এবার মুশকিল আসানের ভূমিকায় এগিয়ে এল দিল্লির এক বার৷ সেখানে মাত্র ২৯৯ টাকায় মিলবে বিশুদ্ধ বা ফ্রেশ অক্সিজেন!
মে মাস থেকে আত্মপ্রকাশ করেছে এই বার৷ নাম অক্সি পিওর৷ যেমন নাম, তেমনই কাজ৷ নয়াদিল্লির সাকেত এলাকায় অবস্থিত এই অক্সিবারে ৭টি বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন মিলছে৷ যেটা পছন্দ সেটাই নেওয়া যাবে৷ জলবায়ুর চাপ নিয়ন্ত্রণ করে তৈরি করা হয় এই অক্সিজেন৷ এতে শুধু শরীর তরতাজা হয় না, মনের চাপও দূরে যায়৷ দাবি মালিকপক্ষের৷
advertisement
advertisement
এক একটি সুগন্ধযুক্ত অক্সিজেন এক এক রকম দাম৷ তবে ১৫ মিনিটের জন্য এই অক্সিজেনের দাম পড়বে ২৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন৷ নিজেকে চনমনে রাখতে নিয়েই নিন সেন্টেড অক্সিজেন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2019 1:14 PM IST