দূষণের সমস্যায় জেরবার? মাত্র ২৯৯টাকায় বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন!

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লির দূষণ এখন খবরের শিরোনামে৷ বাতাসে মিশছে বিষ, দূষণের মাত্রা দিনদিন বাড়ছে৷ এই সমস্যায় নাজেহাল দিল্লিবাসী৷ সকলেই মাস্কের ব্যবহার শুরু করেছেন৷ অড-ইভেন নম্বরে গাড়ি রাস্তায় নামানের নির্দেশ দিয়েছে সরকার৷ কিন্তু তাতেও সমস্যা খুব একটা কম হয়নি৷ তবে এবার মুশকিল আসানের ভূমিকায় এগিয়ে এল দিল্লির এক বার৷ সেখানে মাত্র ২৯৯ টাকায় মিলবে বিশুদ্ধ বা ফ্রেশ অক্সিজেন!
মে মাস থেকে আত্মপ্রকাশ করেছে এই বার৷ নাম অক্সি পিওর৷ যেমন নাম, তেমনই কাজ৷ নয়াদিল্লির সাকেত এলাকায় অবস্থিত এই অক্সিবারে ৭টি বিভিন্ন সুগন্ধিযুক্ত অক্সিজেন মিলছে৷ যেটা পছন্দ সেটাই নেওয়া যাবে৷ জলবায়ুর চাপ নিয়ন্ত্রণ করে তৈরি করা হয় এই অক্সিজেন৷ এতে শুধু শরীর তরতাজা হয় না, মনের চাপও দূরে যায়৷ দাবি মালিকপক্ষের৷
advertisement
advertisement
এক একটি সুগন্ধযুক্ত অক্সিজেন এক এক রকম দাম৷ তবে ১৫ মিনিটের জন্য এই অক্সিজেনের দাম পড়বে ২৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন৷ নিজেকে চনমনে রাখতে নিয়েই নিন সেন্টেড অক্সিজেন!
বাংলা খবর/ খবর/দেশ/
দূষণের সমস্যায় জেরবার? মাত্র ২৯৯টাকায় বিক্রি হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement