Om Birla: কোনও শব্দই অসংসদীয় নয়, ‘শব্দ’ বিতর্কের জবাব দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা

Last Updated:

Modi Government: তিনি বলেছেন, ‘‘কোন শব্দগুলি অসংসদীয়, তার একটি ১ হাজার ১০০ পাতার একটি অভিধান প্রকাশ করা হত। যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের কাছে যদি এটি থাকত, তা হলে তাঁদের মধ্যে এই নিয়ে ভুল ধারনা তৈরি হত না।’’

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: সংসদে কিছু শব্দ ব্যবহারের বিষয়ে তৈরি নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি স্পষ্ট করলেন, সংসদে কোনও শব্দই বাতিল বলে দেওয়া হয়নি। আগে থেকেই নির্দিষ্ট কিছু শব্দ ছিল, যে গুলিকে অসংসদীয় বলা হয়, আগেই সেটি একটি নির্দিষ্ট বই প্রকাশ করে জানানো হয়েছিল। এ বার আমরা কাগজের ব্যবহার কমানোর লক্ষ্য নিয়ে আমরা সেই তালিকা তুলে দিয়েছিলাম ইন্টারনেটে। তাই এই বিতর্কের কোনও মানে হয় না। সংসদে কোনও শব্দই অসংসদীয় নয়।
আরও পড়ুন: জুমলাবাজি, শকুনি, স্বৈরাচারী...'অসংসদীয় শব্দ' বাছল মোদি সরকার! তুমুল বিতর্ক
সামনেই রয়েছে সংসদের বাদল অধিবেশন। ১৮ জুলাই থেকে এই অধিবেশ শুরু হওয়ার কথা। তার আগে এই বিতর্ক তৈরি হওয়ায় অধিবেশনেও গণ্ডগোল হতে পারে, সেই আশঙ্কা থেকেই ওম বিড়লার এই জবাব বলে মনে করছেন অনেকে। তিনি বলেছেন, ‘‘কোন শব্দগুলি অসংসদীয়, তার একটি ১ হাজার ১০০ পাতার একটি অভিধান প্রকাশ করা হত। যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের কাছে যদি এটি থাকত, তা হলে তাঁদের মধ্যে এই নিয়ে ভুল ধারনা তৈরি হত না। সেই ১৯৫৪ সাল থেকে ’৮৬, ’৯২, ’৯৯, ২০০৪, ’০৯, ’১০, সব সময়েই এই বই প্রকাশিত হয়েছে, আর সেই বই যদি তাঁরা উল্টেপাল্টে দেখতেন, তা হলে স্পষ্ট হত। কোনও শব্দই নতুন করে বাদ দেওয়া হয়নি, আগে থেকেই বাদ দেওয়া হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: ধুতি দিয়ে বাধা, পুড়ে ছাই গোটা শরীর! পাশে কাগজে লেখা...শিউরে ওঠা ঘটনা রাণীচকে
পাশাপাশি তিনি বলেছেন, ‘‘যে সমস্ত শব্দকে অসংসদীয় বলে উল্লেখ করা হয়েছে, সেগুলি কেবল মাত্র বিরোধীদের দ্বারা ব্যবহৃত হত, এমনটা নয়, যে দল ক্ষমতায় রয়েছে, তাঁদের দ্বারাও ব্যবহার করা হত। কোনওরকম বাছাবাছি করে শব্দ বাদ দেওয়া হয়েছে, তেমনটা নয়। আমরা সেই শব্দই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেগুলি নিয়ে কেউ আপত্তি জানিয়েছেন।’’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Om Birla: কোনও শব্দই অসংসদীয় নয়, ‘শব্দ’ বিতর্কের জবাব দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement