NIA বিল নিয়ে লোকসভায় বচসা, আসাদউদ্দিনের দিকে আঙুল তুলে ‘শাসন’ অমিত শাহর
Last Updated:
#নয়াদিল্লি: সোমবার লোকসভায় রাষ্ট্রীয় সুরক্ষা এজেন্সির (NIA) ক্ষমতা বৃদ্ধির জন্য সংশোধন বিল পেশ করা হয় ৷ এই বিল পাশ হয়ে যাওয়ায় এবার থেকে বিদেশে ভারতীয়দের ওপর সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে পারবে NIA ৷ এই বিল নিয়ে আলোচনার সময় AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বচসা শুরু হয়ে যায় ৷
এদিন NIA বিল নিয়ে আলোচনার সময় গত বছর দেশের বিভিন্ন জায়গায় হওয়া একাধিক বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন বিজেপি সাংসদ সত্যপাল সিং ৷ তিনি বলেন, হায়দরাবাদের মক্কা মসজিদে হওয়া বিস্ফোরণে পর পুলিশ কমিশনার বেশ কিছু ব্যক্তিকে আটক করেছিলেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ সেই সময় মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে এমন তিনি যাতে না করেন তাহলে তার চাকরি চলে যাবে ৷
advertisement
এই মন্তব্যে করার সঙ্গে সঙ্গে AIMIM নেতা আসাদউদ্দিন ওবেইসি বলেন, নিজের বক্তব্যের সমর্থনে কি কোনও নথি সংসদে পেশ করতে পারবেন সত্যপাল সিং? ওবেইসি বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অমিত শাহ বলেন বিরোধীদের সংযম দেখানো উচিত ৷ শুধু তাই নয় আসাদউদ্দিনের দিকে অমিত শাহ আঙুল তুলে ধৈর্যশীল হওয়ার নির্দেশ দেন ৷ এতে আরও রেগে আসাদউদ্দিন বলেন তাকে যাতে ভয় দেখানো যাবে না ৷ এর উত্তরে শাহ বলেন যার মধ্যেই ভয় রয়েছে তাকে আর কী ভয় দেখাবেন ?
advertisement
advertisement
#WATCH: Union Home Minister Amit Shah says in Lok Sabha,"sunne ki bhi aadat daliye Owaisi Sahab, iss tarah se nahi chalega." Shah said this after AIMIM MP Asaduddin Owaisi objected to a part of BJP MP Satya Pal Singh's speech during discussion on NIA Amendment Bill. pic.twitter.com/QsbwsqYcKp
— ANI (@ANI) July 15, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2019 8:01 PM IST