অতি সঙ্কটজনক মুলায়ম সিং যাদব, প্রিয় নেতার আরোগ্য কামনায় যজ্ঞ, পুজো অনুগামীদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mulayam Singh Yadav: গত আটদিনে মুলায়ম সিং যাদবের অবস্থা আরও খারাপ হয়েছে।
#লখনউ: আরও সঙ্কটজনক সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে এই প্রবীণ এই নেতার হেলথ বুলেটিন জানাচ্ছেন চিকিৎসকরা। তবে নেতাজির শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।
জীবনদায়ী ওষুধের সাহায্যে আইসিইউ- তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেরও প্রয়োজন হচ্ছিল। কিন্তু রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলেই খবর। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেও মুলায়মের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। ফলে প্রিয় নেতাকে নিয়ে সমাজবাদী পার্টির সদস্য, সমর্থকদের উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুন- অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন
মুলায়ম সিং যাদবকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালে গিয়ে নিয়মিত বাবার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুলায়ম পুত্র অখিলেশ সিং যাদব। মুলায়মের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বড় দল গঠন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আশার আলো দেখাতে পাননি তাঁরা।
advertisement
advertisement
গত ২২ অগাস্ট থেকে গুরুগ্রামের এই হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম। গত ২ অক্টোবর তাঁকে আইসিইউ - তে স্থানান্তরিত করতে হয়। অক্সিজেনের অভাব এবং রক্তচাপ কমে যাওয়ার সমস্যাই চিকিৎসকদের চিন্তায় রেখেছে।
আরও পড়ুন- নৃশংস! প্রেমিকাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল প্রেমিক! ঝাড়খণ্ডের ঘটনায় তোলপাড়......
মুলায়মের আরোগ্য কামনায় উত্তর প্রদেশ জুড়ে যজ্ঞ, পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের ব্যবস্থা করেছেন নেতাজির অনুগামীরা। তাঁদের আশা, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসবেন ৮২ বছরের মুলায়ম সিং যাদব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 11:46 PM IST