হাসপাতালে সনিয়া গান্ধি! শারীরিক অবস্থার অবনতি, আচমকা দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী

Last Updated:

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন. তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন.

সনিয়া গান্ধি
সনিয়া গান্ধি
নয়াদিল্লি : আচমকা শারীরিক অবস্থার অবনতি। রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস নেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া।
হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী। চিকিৎসকেরা তার অবস্থার উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। এদিকে, কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত সনিয়া গান্ধির শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক আপডেট প্রকাশ করা হয়নি।
advertisement
advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “সনিয়া গান্ধি গ্যাস্ট্রো বিভাগের অধীনে পেটের সমস্যার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন”।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকবারই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে কংগ্রেস নেত্রীকে। মাত্র সপ্তাহ খানেক আগেই গত ৭ জুন, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে তাঁকে শিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি) ভর্তি করা হয়েছিল। সেই সময়, সনিয়া মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি বদরার সঙ্গে সিমলায় ব্যক্তিগত সফরে ছিলেন বলেই সূত্রের খবর।
advertisement
এই বছরের শুরুতে ফেব্রুয়ারিতেই সোনিয়া গান্ধিকে পেটের সমস্যার জন্য দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা সেই সময় আশ্বস্ত করেন যে কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও গুরুতর কারণ নেই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে সনিয়া গান্ধি! শারীরিক অবস্থার অবনতি, আচমকা দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement