Sonia Gandhi|| Mamata Banerjee: বিরোধী মতানৈক্য দূরে সরানোর বার্তা সনিয়ার, গণতন্ত্র বাঁচানোর ডাক দিলেন মমতা

Last Updated:

সনিয়া গান্ধির ডাকা বৈঠকে এ দিন কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ গত মাসের শেষে দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্যের সুর বেঁধে দিয়ে এসেছিলেন তৃণমূলনেত্রী (onia Gandhi|| Mamata Banerjee)৷

#কলকাতা: নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে এবং যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে ২০২৪-এ বিজেপি-কে হারাতে ঝাঁপিয়ে পড়তে হবে৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির ডাকে ১৯টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক শেষের সারমর্ম এটাই৷ যেভাবে সংসদের বাদল অধিবেশনে একজোট হয়ে বিরোধীরা যে সরকারকে চাপে ফেলতে পেরেছেন, সেই বিষয়টি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷
সনিয়া গান্ধির ডাকা বৈঠকে এ দিন কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ গত মাসের শেষে দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্যের সুর বেঁধে দিয়ে এসেছিলেন তৃণমূলনেত্রী৷ এ দিনের বৈঠকেও তিনি বিরোধীদের একজোট হয়ে গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও বৈঠকে বলেছেন, প্রত্যেকটি দলের নিজস্ব বাধ্য বাধকতা থাকলেও বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে একজোট হওয়া ছাড়া বিকল্প কোনও উপায় নেই৷ কাজটা কঠিন হলেও ঐক্যবদ্ধ হয়ে বিরোধীরা ২০২৪-এ বিজেপি হারাতে পারেন বলেও বৈঠকে দাবি করেছেন সনিয়া গান্ধি৷
advertisement
সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এ দিনের বৈঠকে অংশ নেন ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন৷ ফলে নিজেদের মধ্যে ঐক্যের ছবিটা জোরাল ভাবেই তুলে ধরা গিয়েছে বলে মত বিরোধী শিবিরের৷
advertisement
advertisement
সূত্রের খবর, বৈঠকে সনিয়া গান্ধি বাকি নেতাদের উদ্দেশে বলেন, 'এটা একটা কঠিন চ্যালেঞ্জ সন্দেহ নেই৷ কিন্তু আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই হবে এবং এ ছাড়া কোনও বিকল্প উপায় নেই৷ আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক বাধ্যবাধকতা আছে ঠিকই৷ কিন্তু দেশের প্রয়োজনে সে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করার সময় এসে গিয়েছে৷'
advertisement
কংগ্রেস সভানেত্রী আরও বলেন, '২০২৪ সালের নির্বাচনই প্রধান লক্ষ্য। দেশকে এমন এক সরকার উপহার দিতে হবে যারা স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করবে। ' সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিরোধী শাসিত রাজ্যের সব মুখ্যমন্ত্রীই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সহমত হয়েছেন৷ তাঁরা অভিযোগ করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিকে হেনস্থা করছে কেন্দ্রীয় সরকার৷ ফলে এবার সেই রাজ্যগুলিরও একজোট হয়ে কেন্দ্রের মোকাবিলায় নামতে হবে৷
advertisement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে সরব হওয়ার জন্য বিরোধী নেতাদের কাছে আবেদন জানান৷ পাশাপাশি, করোনা প্রতিষেধক বণ্টন নিয়ে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ নিয়েও সরব হওয়ার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এর পাশাপাশি পেগাসাস ইস্যু নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ মোটের উপরে, বিরোধী নেতারা একযোগে দাবি করেন, দেশের মানুষের কোনও সমস্যারই নিরসন করতে ব্যর্থ মোদি সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi|| Mamata Banerjee: বিরোধী মতানৈক্য দূরে সরানোর বার্তা সনিয়ার, গণতন্ত্র বাঁচানোর ডাক দিলেন মমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement