জমি নিয়ে বিবাদ ! মাকে চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলল ছেলে

Last Updated:

জমি দখল করতে মাকে ‘ঢাল’ ! জমিতে চাষ রুখতে চলন্ত ট্রাক্টরের সামনে মাকে ছুঁড়ে ফেলল ছেলে ৷ এমনই একটি নির্মম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মালেগাঁও-তে ৷

#নয়াদিল্লি: জমি দখল করতে মাকে ‘ঢাল’ ! জমিতে চাষ রুখতে চলন্ত ট্রাক্টরের সামনে মাকে ছুঁড়ে ফেলল ছেলে ৷ এমনই একটি নির্মম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মালেগাঁও-তে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নৃশংস ভিডিও ৷
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুঙ্গলা গ্রামের রাউত ও দলভি পরিবারের মধ্যে চাষের জমি নিয়ে বিবাদ চলছিল ৷ সেই মামলাতেই রাউত পরিবার জিতে যায় ৷ আর এতেই ঘটে ছন্দপতন ৷ সেই জমিতে চাষ করতে চায় রাউত পরিবার ৷ কিন্তু অপরদিকে দলভি পরিবারও ওই জমিতে চাষ করতে নাছোড়বান্দা হয়ে পড়ে ৷ শনিবার সকালে বিবাদ চরমে ওঠে ৷ মালিক জমি উদ্ধারে গেলে বাধা দেয় অপর পরিবার ৷ সেই সময়ই রাউত পরিবারকে ওই জমিতে চাষ করা থেকে রুখতে নিজের বৃদ্ধা মাকে ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলে দলিভ পরিবারের ছেলে ৷ কিন্তু এরপরেও রক্ষে পায়নি ওই বৃদ্ধা ৷ ট্রাক্টরের নীচেই মাটিতে লুটাতে লুটাতে নিয়ে যাওয়া হয়েছে তাকে ৷ সেই সঙ্গে চুলের মুঠি ধরে সহ্য করতে অত্যাচারও ৷
advertisement
advertisement
mh
চোখের সামনে আচমকা ঘটে যাওয়া এই ঘটনার আকস্মিকতায় সকলে থমকে যান ৷ কিন্তু মায়ের চোট লাগা স্বত্ত্বেও কোনও হুঁশ ছিল না ছেলের ৷ সে দলভি পরিবারের সঙ্গে জমি দখল করা নিয়েই তখন তর্ক বিতর্কে ব্যস্ত ৷ গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে গ্রামেরই এক বাসিন্দা ৷ ঘটাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জমি নিয়ে বিবাদ ! মাকে চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলল ছেলে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement